আগের ম্যাচে ড্র করলেও পরের ম্যাচে আবার জয়ে ফিরেছে ব্রাজিল। এবার তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়েকে। অপরদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। এবার তারা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। এদিকে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। ঘরের মাঠে নেইমারের নৈপুণ্যে দশম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেদের বাড়ানো বল ধরে তা জালে পাঠান নেইমার। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডি-বঙ থেকে নেইমারের শট ফিরে এলে ফিরতি বলে রাফিনিয়ার শট জড়ায় জালে। ৭৭ মিনিটে ব্যবধান কমান সুয়ারেস। চমৎকার ফ্রি কিকে গোল করেন সুয়ারেজ। ৮২ মিনিটে ব্যবধান ৪-১ করেন বারবোসা। নেইমারের বাড়ানো বলকে জালে পাঠান বারবোসা। এদিকে নিজেদের মাঠে পেরুর বিপক্ষে কষ্টের জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকা আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি। খেলার নবম মিনিটে হেড করে বল জালে পাঠান ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয় সে গোল। ৩৯ মিনিটে আরেকটি সুযোগ হারান ডি মারিয়া। ফাঁকায় বল পেয়েও তা ক্রসবারের উপর দিয়ে মারেন ডি মারিয়া। তবে এরপরপই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিকে গড়া আক্রমণে সতীর্থের বাড়ানো বল ধরে নাউয়েল মোলিনা বাড়িয়ে দেন মার্টিনেসের উদ্দেশ্যে। জোরালো হেডে ঠিকানা খুঁজে মার্তিনেস। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত ছিল আর্জেন্টিনার। কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। অপরদিকে পেরুও পারেনি আর্জেন্টিনার ররক্ষনভাগে তেমন ভীতি ছড়াতে। ফলে পরাজয় নিয়ে ফিরতে হয় পেরুকে।