বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

দু’দলই এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে। তবে জরে রেকর্ড বাড়িয়ে নেওয়াটা ছিল লক্ষ্য। আর সে লক্ষ্যে আর্জেন্টিনা তাদের অজেয় থাকার রেকর্ডটা আরো সমৃদ্ধ করল। গতকাল বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোলটি করেন লাউতারো মার্তিনেস। এই জয়ের ফলে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিলের বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চমৎকার তিনটি গোল করেন রাফিনিয়া, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি। শেষ গোলটি রদ্রিগোর
নিজেদের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। ১৬ মিনিটে ডি মারিয়ার শট বাইরে চলে গেলে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। ২৯ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাম প্রান্ত থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বঙে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন মার্তিনেস। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। তবে ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে ডি মারিয়ের আরো একটি শট রুখে দেয় কলম্বিয়ার গোলরক্ষক। এররপ আর কোন দল গোল করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এদিকে নিজেদের মাঠে প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়ে গোল উৎসব করেছে ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করেছিল ব্রাজিল। ১৮ মিনিটে রাফিনিয়া চমৎকার এক গোলে এগিয়ে নেন ব্রাজিলকে। খেলার ৬২ মিনিটে ব্যবধান বাড়ান কৌতিনিয়ো। প্রায় ৪০ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন তিনি। খেলার ৮৬ থেকে ৮৮ এই তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এভেরতন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা আন্তোনি। কাছ থেকে পরের গোলটি করেন বদলি নামা রদ্রিগো। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ব্রাজিলের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল রেকর্ড ৬১ ম্যাচে। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে ব্রাজিল।

পূর্ববর্তী নিবন্ধনারী বিশ্বকাপ দলে ফিরেছেন জাহানারা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটে অংশ নিতে আজ হবিগঞ্জ যাচ্ছে চট্টগ্রাম জেলা