বিশ্বকাপ প্রস্তুতিতে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

নারী টিটোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৬ ইকেটে হেরে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০১ রান করে। পাকিস্তান তা টপকে যায় ৪ ওভার বাকি থাকতে। ইনিংস উদ্বোধন করতে নেমে ১০ বল খেলে ৮ রানে বিদায় নেন সালমা। দ্বিতীয় উইকেটে সোবহানা ও শামিমা সুলতানা ৩৮ রানের জুটি গড়েন । সোবহানা ১৮ রান করেন ২১ বলে। অধিনায়ক নিগার সুলতানা ১৮ বল খেলে করেন ১৫ রান। ব্যর্থ হয়েছেন দুই অভিজ্ঞ রুমানা আহমেদ ও রিতু মনি। তারা করেন যথাক্রমে ৬ এবং ৩ রান। শেষ পর্যন্ত ১০১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন নিদা দার এবং নাশরা।

১০২ রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটাও ২৪ রানে ফিরেন দুই ওপেনার। দুজনকেই ফেরান মারুফা আকতার। জাবেরিয়া খান করেন ১২ রান। তিনে নেমে অধিনায়ক বিসমাহ মারুফ করেন ৩৩ বলে ২৪ রান। রুমানা পরপর দুই ওভারে ফেরান বিসমাহ ও মুনিবা আলিকে। পরের জুটিতেই নিদা দার ও আয়েশা নাসিম অনায়াসেই জিতিয়ে দেন পাকিস্তানকে। ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন নিদা দার। ১৮ বছর বয়সী আয়েশা ১০ বলে করেন অপরাজিত ২০ রান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রুমানা এবং মারুফা। বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আজ বুধবার ভারতের বিপক্ষে। বিশ্বকাপের মূল লড়াই শুরু আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।