বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডওয়েস্ট ইন্ডিজের খেলার উপর নজর ছিল বাংলাদেশের। কারণ এই খেলাতেই নির্ধারিত হতো বাংলাদেশের ভাগ্য। থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয়, ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। তবে সব কিছুর পর শেষ পর্যন্ত বাংলাদেশই পেয়েছে বিশ্বকাপের টিকিট। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় কঠিন সমীকরণও প্রায় মিলিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত রানরেটের মারপ্যাঁচে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় পর টাইগ্রেসরা গতকাল সোমবার বিকেলে দেশে ফিরেছে। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি বলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’ এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ বিসিবি সভাপতি আরো বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেল অনূর্ধ্ব-১৯ দল
পরবর্তী নিবন্ধআকুবদন্ডী,কোয়াইশ স্পায়ার,একরাম ও শোভনীয়া একাডেমির জয়লাভ