বিশ্বকাপ আয়োজনে কাতার স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন হোটেল-শহর গড়তে ব্যয় করেছে বিপুল পরিমাণ অর্থ। আর এই বিস্ময়কর সব নির্মাণের পেছনেও রয়েছে করুণ ইতিহাস। শত শ্রমিকের রক্তের ওপর দিয়েই চলছে ২০২২ বিশ্বকাপ। মৃত শ্রমিকদের কাতারে গত সপ্তাতেই যোগ দিলেন ফিলিপাইনের একজন প্রবাসী নাগরিক।
বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালীন সৌদি আরব দল যে রিসোর্টে থাকতো, সেই রিসোর্ট মেরামত করতে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। ফিফা ইতোমধ্যে বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেছে। ফিফা জানায়, তারা এই বিষয় আগেই জানতো। তবে তা প্রকাশ করা হয়নি।
কারণ, বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় সংগঠনের সাথে যোগাযোগ এখনও চলমান রয়েছে। এক বিবৃতিতে ফিফা জানায়, ‘এমন দুর্ঘটনায় ফিফা গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শ্রমিকের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর সবকিছু জানানো হবে।’
জানা যায়, শ্রমিকটি কাজ করার সময় হাঁটতে গিয়ে পিছলে পড়ে যায়, তখন ট্রাক চাপা দিয়ে যায়। তৎক্ষণাৎ তাকে হেলিকপ্টার অ্যামবুলেন্সে করে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে।