পোল্যান্ডের হয়ে ৭৬ টি গোল করেছিলেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু এর একটিও বিশ্বকাপে নয়। যদিও বিশ্বকাপ খেলেছেন কেবল একটি। তবে ২০১৮ বিশ্বকাপে তিন ম্যাচে একবারও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেও একই দশা। তাই সমালোচনার মুখে পড়তে হয় সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারকে। ক্লাব ফুটবলে ভুড়িভুড়ি গোল করে বিশ্বকাপে গোল পাচ্ছেন না। অবশেষে সেই অপবাদ ঘুচালেন লেভানদোভস্কি। এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। সৌদি ডিফেন্ডারের ভুলে ডি বক্সের কিছুটা সামনে ফাঁকায় বল পেয়ে যান লেভানদোভস্কি। গোলকিপারকে একা পেয়ে এই সুবর্ণ সুযোগটা আর মিস করেননি তিনি। পোল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করার পর তার উচ্ছ্বাস ছিল দেখার মতো। ঘাসে বুক দিয়ে স্লাইডের মাধ্যমে পোল্যান্ডের হয়ে ৭৭ তম ও বিশ্বকাপে নিজের প্রথম গোল উদযাপন করেন এই স্ট্রাইকার। তারপর কেঁদেই দেন তিনি। এ কান্না অবশ্য আনন্দের।