বিশ্বকাপের উইকেট সহজ হবে মনে করেন না শান্ত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে সেরকম উইকেট কমই দেখে থাকেন বলে জানালেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে উইকেট এতটা ব্যাটিং স্বর্গ থাকবে না বলেই মনে করেন তিনি। বাংলাদেশ অধিনায়কের মতে, টিটোয়েন্টি বিশ্বকাপে দলীয় স্কোর গড়ে ১৬০ থেকে ১৮০ রানের মধ্যেই থাকবে। রানের জোয়ারে এবারের আইপিএল ভাসিয়ে নিয়ে গেছে আগের সবকিছুকেই। ছক্কার তান্ডব আর বিধ্বংসী ব্যাটিংয়ে টিটোয়েন্টি ক্রিকেটকেই যেন নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চলতি আসর। এখনও পর্যন্ত ৩৬টি স্কোর হয়েছে দুইশ ছোঁয়া। আড়াইশ ছাড়ানো স্কোর হয়েছে ৮টি। ২৬২ রান তাড়ায় ৮ উইকেটে জয়ের ঘটনাও দেখা গেছে। আরেক ম্যাচে ২৮৮ রান তাড়ায় প্রতিপক্ষ দল পৌঁছে গিয়েছিল ২৬২ রানে। চমকপ্রদ সব ব্যক্তিগত পারফরম্যান্স তো একের পর এক দেখা যাচ্ছেই। এই আইপিএল চলার সময়ই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি খেলল বাংলাদেশ। গোটা সিরিজে পাঁচ ম্যাচের একটিতেও স্কোর ১৬৫ ছাড়ায়নি। দেড়শ ছোঁয়া ইনিংস মোটে তিনটি।

সিরিজ শেষে এই প্রসঙ্গ উঠতেই অবশ্য তা উড়িয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা আইপিএলের চেয়ে ভিন্ন। আমার মনে আইপিএল যে উইকেটে হয়েছে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না।

পূর্ববর্তী নিবন্ধফাইনালের আগে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধম্যাচ শেষে সাকিবের ব্যাটিং অনুশীলন