বিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স সময়ের দাবি

চট্টগ্রামে অনকো নার্সিং কনফারেন্সে বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

দেশে প্রতিনিয়তই ক্যান্সার রোগী বাড়ছে। এটি একটি বিশেষায়িত রোগ। বিষেশায়িত রোগীদের চিকিৎসা সেবায় প্রশিক্ষিত নার্স প্রয়োজন হয়। প্রশিক্ষিত নার্স থাকলে রোগীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়। বিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স সময়ের দাবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর রেডিসন ব্লু’র মোহনা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্সার বিভাগের উদ্যোগে আয়োজিত দেশের প্রথম অনকো নার্সিং কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের সরকারিবেসরকারি প্রায় ১০টি হাসপাতালের শতাধিক নার্স অংশগ্রহণ করেন।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক দেশের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই। উপস্থিত ছিলেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও চমকে হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী। বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের ডা. ওয়াই ওয়াই ম্রোয়, চমেক হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. পঞ্চানন আচার্য্য, এএমসিজিএইচ’র জুনিয়র কনসালটেন্স ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ডা. রোকসানা রেজা এবং লায়ন্স হাসপাতালের সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না।

পূর্ববর্তী নিবন্ধচমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শনে প্রফেসর (ডাঃ) এম এ হাই
পরবর্তী নিবন্ধউচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে ফেলোশীপে আগ্রহ