এক শ্রেণির স্বার্থান্বেষী মহল নানাভাবে দেশের শান্তি–শৃঙ্খলা নষ্টের পাঁয়তারা চালাচ্ছে। যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। গতকাল বুধবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে শান্তি ও সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহবান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাইকে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে এবং দেশ পাহাড়া দিতে হবে এবং শান্তিপূর্ণভাবে সকলের সহ অবস্থান নিশ্চিত করতে হবে।
এর আগে সরফভাটা থেকে গণমিছিল সহকারে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ পদুয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় পথে পথে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে পদুয়ায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন এস এ মুরাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল ও পদুয়া ইউনিয়ন যুবদলের অসংখ্য নেতৃবৃন্দসহ সাধারণ ছাত্র জনতা।