বিশুদ্ধ আত্মা ও কর্মের পরিশুদ্ধিতার জন্য শরিয়ত-তরিক্বত চর্চা জরুরি

রজভীয়া নূরীয়া কমিটির প্রতিনিধি সম্মেলনে বক্তারা

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.) বলেন, শরিয়ত ও তরিক্বত দুটোই একে অপরের পরিপূরক। শরিয়ত ছাড়া তরিক্বত চর্চা অর্থহীন। আবার তরিক্বত উপেক্ষা করে শরিয়ত চর্চাও মূল্যহীন। বিশুদ্ধ আত্মা গঠন এবং কর্মের পরিশুদ্ধিতা অর্জনে শরিয়ততরিক্বত দুটোর চর্চাই জরুরি।

গত শনিবার সকালে নগরীর অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক কাউছার হামিদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আয়ুব তাহেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলনের আহবায়ক মুহাম্মদ মিঞা জুনাইদ। মুখ্য আলোচক ড. মাসুম চৌধুরী বলেন, মানুষ যখন নানাভাবে কলুষিত ও অবক্ষয়গ্রস্ত হয়ে পড়ে, তখনই একজন খাঁটি পীর বা মুর্শিদের কাছে গিয়ে পথের দিশা খুঁজে। নিজেকে শোধরাতে চায়। অন্তরাত্মার পরিশুদ্ধি এবং আমল আখলাকের অনন্য গুণ রপ্ত করাই হচ্ছে শরিয়ততরিক্বতের শিক্ষা। আমাদের সৌভাগ্য যে, আমরা সঠিক বুজুর্গ ব্যক্তিত্বের কাছে নিজেদের সমর্পণ করে অশেষ কল্যাণ লাভে সক্ষম হচ্ছি। ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলন শেষে মাহমুদুল হক রাজিবকে চেয়ারম্যান, মুহাম্মদ মাছুমুর রশিদকে মহাসচিব, মুহাম্মদ আয়ুব তাহেরীকে সাংগঠনিক সচিব, এস এম ইকবাল বাহারকে অর্থ সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আবুল কালাম আজাদ, মুহাম্মদ মুছা সওদাগর, হাফেজ মাওলানা ফারুক, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ হাসান আলী, মাওলানা কুতুবউদ্দীন শাহ্‌ নূরী, মাওলানা এনামুল হক এনাম, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা আব্দুল কাদের রজভী, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, আবু হানিফ রিপন, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, মুহাম্মদ মাহফুজ, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ জাকির হোসেন সওদাগর, এ এম এম শোবাইর, কাজী মুহাম্মদ রুকনুজ্জামান, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক, মাওলানা জুহুরুল কাদের, সাইফুল ইসলাম সাকি, মাওলানা মুহাম্মদ ওসমান গণি, মাষ্টার মাহফুজুর রহমান, মাওলানা আজিম উদ্দিন, আরিফ মুঈন উদ্দীন মনির, ডা. রুকন, মাওলানা সিরাজুল মোস্তফা, মাওলানা এনামুল হক কাদেরী, মুহাম্মদ নাসের, এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মাষ্টার মুহাম্মদ হারুন, আব্দুল হান্নান, মুহাম্মদ ইলিয়াস নূরী, মুহাম্মদ আজীম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, মুহাম্মদ বেলাল নুরী, মুহাম্মদ আবু শহীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে রাঙামাটির ৮৫ হাজার শিশু