বিল পাস: চিড়িয়াখানায় গিয়ে প্রাণীদের খাবার দিলে জেল-জরিমানা

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চিড়িয়াখানায় প্রাণীকে উত্যক্ত বা জখম করলে, বিনা অনুমতিতে খাবার দিলে দর্শনার্থীদের শাস্তির বিধান রেখে আইন করার প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার ‘চিড়িয়াখানা বিল’ সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়। খবর বিডিনিউজের।

পাস হওয়া বিলে চিড়িয়াখানায় কোনো প্রাণীকে উত্ত্যক্ত করলে দুই হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আর কোনো প্রাণীকে জখম করলে বা অনুমতি ছাড়া খাবার দিলে দুই মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে।

বিলে বলা হয়েছে, চিড়িয়াখানার কোনো প্রাণীর বয়সজনিত শারীরিক অক্ষমতা বা সংক্রামক রোগ থেকে অন্য কোনো প্রাণীর জীবন রক্ষায় বা জনস্বাস্থ্যের স্বার্থে ওই প্রাণীর ব্যথাহীন মৃত্যু ঘটানো যাবে।

একই প্রজাতির একই লিঙ্গের একটি প্রাণী না রাখা, দলবদ্ধভাবে অবস্থানকারী প্রাণীদের মধ্য থেকে কোনো প্রাণীকে আলাদা না রাখারও বিধান দেওয়া রয়েছে বিলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চন্দনাইশ কৃষকলীগের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবিনা কারণে ট্রেন থামানোর জরিমানা বেড়ে ২০০০ টাকা