নিভে গেছে সন্ধ্যার আলো
তবু মন চায় তোমার চাওয়া
নীরব রাতে হৃদয় জ্বলে,
তবু মুখে হয় না বলা।
চাঁদের মত সাদা তোমার হাসি
এখন শুধু স্মৃতির ছায়া,
তোমার ছোঁয়া, তোমার কথা
ভাসে শুধু চোখের মায়া।
হাত ধরে চলার যে স্বপ্ন
ভেঙে গেছে তা অকারণে,
তুমি ছিলে, এখন নেই
রয়ে গেলে শুধু স্মৃতির স্মরণে।
বৃষ্টি নামে মন খারাপের
পথের ধারে ভিজে যাই,
তুমি কোথায়, জানি না আর
তবু মনে মনে খুঁজে বেড়াই।
বিরহের যে আগুন জ্বলে
তা নিভে না সহজে,
ভালোবাসা অটুট থাকুক চিরকাল,
হোক না তা দূরত্বে।








