বিরল প্রজাতির ৪টি উড়ন্ত কাঠবিড়াল জঙ্গলে অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) শিউলী রহমান তিন্নী এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমানের তত্ত্বাবধানে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা আব্দুল আজিজের কাছে উড়ন্ত বন কাঠবিড়াল গুলোকে হস্তান্তর করেন। পরে উপজেলার বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণিগুলোকে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, পাহাড়ে এ প্রাণিগুলো প্রায়ই বিলুপ্তির পথে। এগুলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়াল। পাহাড়ে গাছপালা কেটে বন উজাড় করার ফলে বন্য প্রাণিদের আবাসস্থলের ক্ষতি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় প্রাণিরা লোকালয়ে ঢুকে পড়ে মানুষের হাতে ধরা পড়ে। জানা গেছে, শনিবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে বনের ঝোঁপে কাঠাল গাছে মো. মাহফুজুর রহমানের ছেলে মো. সরোয়ারের (১৬) হাতে ধরা পড়ে উড়ন্ত কাঠবিড়ালগুলো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামবাসী প্রকৃতির ফুসফুস সিআরবি ধ্বংস হতে দিবে না
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে সাপ্লাই চেইন রেসিলিয়েন্সের কর্মশালা শুরু