বিয়োগান্তক

ফাল্গুনী বড়ুয়া | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

প্রিয়সমীকরণের মিলটা যে আজ অমিল রয়ে গেছে,

অন্তরের আবেগটা তো অনেক আগেই মুছে গেছে।

চোখের জলে ভিজছে না যে দুচোখের এই পাতা,

তুমি নেই বলে স্বপ্নগুলো পেল অপূর্ণতা।

আচ্ছা বলো তো কেন এমন হলো?

পারতে না আমার হাতটা ধরে বহু ক্রোশ পাড়ি দিতে!

পারতে না আমার পাশে থেকে

কষ্টগুলো মুছে দিতে!

তুমি নেই বলে তোমার প্রতিটা স্পর্শ আমায় কাতরায়।

তুমি নেই বলে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত

আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে।

দেহ আছে তবে সেই দেহে প্রাণটা যে আর নেই।

প্রিয়বিয়োগান্তক সমীকরণটা আমি চাই নি।

চেয়েছিলাম শুধু ভালোবেসে একসাথে থাকার প্রতিশ্রুতি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য খাতের দুরবস্থা ও ভোগান্তি থেকে রক্ষা চাই
পরবর্তী নিবন্ধএকটি শ্বাসরুদ্ধকর ঘটনা : প্রয়োজন জনসচেতনতা