বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। গতকাল সোমবার তিনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

বাংলানিউজ জানায় : ফেসবুক পোস্টে রাফি স্ত্রীকে ট্যাগ করেছেন। সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল বলে লেখা রয়েছে। পড়াশোনা বরগুনা সরকারি মহিলা কলেজ। রাফির সঙ্গে তোলা বিয়ের ছবিটি কভার ফটো হিসেবে আপডেট করেছেন তার স্ত্রী।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শুরু থেকেই রাফি সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২২৩) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সুসম্পর্ক প্রয়োজন
পরবর্তী নিবন্ধক্রেতার পদচারণায় মুখর প্রতিটি মার্কেট