বিয়ে করছেন জেফ বেজোস ও লরেন সানচেজ

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

বিয়ে করছেন জেফ বেজোস ও লরেন সানচেজ জুটি। ৬০ বছরের বেজোসের বাগদত্তা লরেন সানচেজ (৫৫) একসময় টিভির সংবাদ পাঠক ছিলেন। এ সপ্তাহের শেষ নাগাদ, অর্থাৎ বড়দিনের পরপরই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে যুগলের বিয়ের সম্ভাব্য আয়োজনের খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। খবর বিডিনিউজের।

স্কি খেলার জন্য পরিচিত শহরের এক সুশি রেস্তোরাঁ মাতসুশিয়া ডিসেম্বরের ২৬ ও ২৭, দুই দিনের জন্য বুক করে রেখেছেন তারা। বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হবে বলেই খবর দিয়েছে পত্রিকাটি। বিয়ের বাজেট ৬০ কোটি ডলার বলে শিরোনামে লিখেছে তারা। আর, মূল আয়োজন হবে ২৮ ডিসেম্বর শনিবার। বিয়ে ও বড় দিনটিকে ঘিরে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি।

এরইমধ্যে তিনটি সূত্র ডেইলি মেইলকে বলেছে, ২৮ ডিসেম্বর বেজোসের বিয়ের বিষয়ে তাদের জানানো হয়েছে। এদিকে, অ্যাসপেন শহরের স্থানীয় এক ব্যক্তি খবর দিয়েছেন, শনিবার এক প্রাইভেট জেটে করে সফরসঙ্গীদের নিয়ে শহরের বিমানবন্দরে এসেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা।

সূত্ররা বলছে, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কেভিন কস্টনারের ১৬০ একরের খামার বাড়ি ডানবার র‌্যাঞ্চবিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। অন্য একটি সূত্র বলেছে, বিয়ের জন্য ৬০ কোটি ডলারের ব্যয়ের হিসাব তাদের জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুদানের আল-ফাশিরে অবরোধের মধ্যে ৭৮২ জন নিহত : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের আসল প্রেসিডেন্ট তিনি!