রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ সিকদারের সাথে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। আর বিয়ে শেষে প্রবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল জোনায়েদের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে, হাটহাজারীর মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে রাউজানে। বৃহস্পতিবার সকালে প্রেমিক–প্রেমিকা বা হবু স্বামী–স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন। বিকাল ৪টায় মিমকে তার বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেই তারা মারা যান। সিএনজি টেঙির সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার। অন্যদিকে প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং ঘুরতে বের হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিমের বড় ভাই মুক্তার।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মো. আকবর সিকদারের ২০ বছর বয়সী ছেলে মো. জুনায়েদ হোসেন সিকদারের সাথে হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহ’র ১৭ বছর বয়সী মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫দিন আগে পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে ঠিক করার কথা ছিল আগামী শনিবার। এরমধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারা যান। এক ভাই দুইবোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়। রাউজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটলেও এ খবর জানেন না বলে জানান রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।