বিমান হামলায় কাঁপল সুদানের রাজধানী, চলছে লুটপাট

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সুদানের রাজধানী খার্তুমে লুটপাট বেড়ে যাওয়ার মধ্যেই শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলার খবর দিয়েছে সেখানকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার সুদানের সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থলে এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে বিমান থেকে তুমুল বোমাবর্ষণ করেছে। খবর বিডিনিউজের।

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি করা প্রতিপক্ষ র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসও (আরএসএফ) প্রাসাদে হামলা হয়েছে বলে জানিয়েছে। হামলায় প্রাসাদটি অনেকখানি ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা। সেনাবাহিনীর একটি সূত্র আরএসএফের ওই ভাষ্য উড়িয়ে দিয়েছে । একই দিন সৌদি আরব জানিয়েছে, জেদ্দায় মধ্যস্থতাকারীরা সুদানের সেনাবাহিনী ও তাদের প্রতিপক্ষ আরএসএফ এর মধ্যে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছেন। খার্তুমে গত মাসের মাঝামাঝি শুরু হওয়া দুই পক্ষের সংঘাত এরই মধ্যে লাখো মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার পাশাপাশি ত্রাণ সংকটের সুচনা ঘটিয়েছে। কেবল দেশটির ভেতরেই এক এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা এক সপ্তাহেই দ্বিগুণের বেশি হয়ে ৭ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা। একের পর এক যুদ্ধবিরতি হলেও তা না মানা দুই পক্ষ শনিবার থেকে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় শুরু হওয়া আলোচনায় প্রতিনিধি পাঠিয়েছে। ওই আলোচনা সম্পর্কিত প্রথম কোনো খবরে মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত আলএখবরিয়া টেলিভিশন জানায়, একটি ‘কার্যকর স্বল্পমেয়াদী যুদ্ধবিরতিতে’ পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোখায় রূপ নিলো গভীর নিম্নচাপ, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত