বিমান দুর্ঘটনার ৫৬ বছর পর পরিবার পেল এক সেনার লাশ

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

দীর্ঘ ৫৬ বছর ৮ মাসের অপেক্ষার সমাপ্তি ঘটেছে এক ফোন কলে। ভারতীয় সেনাবাহিনীর এক সেনা থমাস চেরিয়ানের লাশ ফিরে পেয়েছে তার পরিবার। ফোন কলটি এসেছিল ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের পাথানমথিট্টা পুলিশ স্টেশন থেকে। সেই কলে অপ্রত্যাশিত খবর পান থমাস। থমাসজানতে পারেন তার বড় ভাই থমাস চেরিয়ানের মৃতদেহ অবশেষে খুঁজে পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে চণ্ডীগড় থেকে লেহ যাচ্ছিল ভারতীয় বিমানবাহিনীর এএন১২ বিমান। আরোহী ছিল ১০২ সেনা। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে আর যোগাযাগ করা যায়নি। পরে জানা যায়, প্রতিকূল আবহাওয়ায় বিমানটি রোহতাং পাসের কাছে ভেঙে পড়েছে। বরফের স্তূপের মধ্যেই চাপা পড়েছিল মৃতদেহগুলো। এরপর বহু বছর ধরে বিমানটি নিখোঁজ ছিল। আর তাতে আরোহী সেনাদের ভাগ্যে কি ঘটেছে তাও ছিল রহস্যে ঘেরা। ২০০৩ সালে পর্বতারোহীদের একটি দল বিমানটির আরোহী এক সেনার মৃতদেহ খুঁজে পায়। তারপর থেকেস কয়েকবছরে সেনাবাহিনীর অনুসন্ধানে আরও ৮ টি লাশ খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালে পর্বত থেকে উদ্ধার করা হয় বিমানের ধ্বংসাবশেষ। আর মাত্র কয়েকদিন আগে ১৯৬৮ সালের ওই বিমান দুর্ঘটনা আবারও সংবাদ শিরোনাম হয়েছে আরও চার মৃতদেহ খুঁজে পাওয়ার ঘটনায়। এই চারজনেরই একজন থমাস চেরিয়ান।

পূর্ববর্তী নিবন্ধলেবানন-গাজার কান্না ও আমাদের মার্কিন নৈকট্য
পরবর্তী নিবন্ধদায়িত্বের প্রতি নিষ্ঠা ও সততা ছিল মোহাম্মদ মহসিনের