দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৭ কোটি টাকা দামের ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই টিম ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেন।
গতকাল শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হলে বিজি-১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। বারগুলো সবই ২৪ ক্যারেটের। ৮৬টি বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে।