বিমানের টিকেট করেও দেশে ফেরা হলো না হাটহাজারীর নুর হোসেনের

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৯:৩২ অপরাহ্ণ

হাটহাজারীর উত্তর মাদার্শার খুইল্যা চৌধুরীর বাড়ির মুহাম্মদ নুর হোসেন পারিবারিক আর্থিক সচ্ছলতা ফিরাতে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন।
দীর্ঘদিন তিনি বিদেশে অবস্থান করেছেন। তার সংসারে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। বেশ কিছুদিন থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। তাই প্রবাসী সঙ্গীদের সাথে পরামর্শ করে দেশে ফেরার প্রস্ততি নিচ্ছিলেন। দেশে চলে আসতে বিমানের টিকেটও করেন তিনি।
হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ মার্চ তাকে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজমান শহরের হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ সেখানে হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।
ফলে বিমানের টিকেট করেও তিনি আর দেশে ফিরতে পারলেন না।
এদিকে তার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধ২৬নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ট্রাকচাপায় আহত শিশু সাঈদ মারা গেছে