বিমানবন্দর থেকে অলিম্পিক গেমস ভিলেজে ফিরে গেলেন বাংলাদেশের সাগর-রাফিরা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিক থেকে বাংলাদেশের ক্রীড়াবিদরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তারা গতকাল সকালে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে আবার গেমস ভিলেজে ফিরে গেছেন। গতকাল সকালে ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়ার কথা ছিল দুই সাঁতারু সোনিয়া, রাফি, আরচ্যার সাগর ইসলাম, আরচ্যারির দুই কোচ মার্টিনহাসান ও সাঁতারের কোচ আব্দুল হামিদের। প্যারিস সময় সকাল নয়টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট ছিল। তাই বাংলাদেশ কন্টিনজেন্ট ভোরে ভিলেজ ছেড়েছিল। ফ্লাইট ঢাকায় না যাওয়ায় তারা আবার ভিলেজে ফিরে যান। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ সাঁতার দলের ম্যানেজার এমবি সাইফ বলেন,‘কাতার এয়ারওয়েজ চেক ইনের আগে অপেক্ষা করতে বলছিল। অপেক্ষার পর জানায় আজ ফ্লাইট ঢাকা যাবে না। পরবর্তীতে সবাই আবার ভিলেজে ফিরে আসে। ১০ আগস্ট পুনরায় ফিরতি টিকিট নিশ্চিত করা হয়েছে।’ বিমান টিকিটে রদবদলে খরচের বিষয় থাকে। যেহেতু এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনা করতে পারেনি তাই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নতুন ফিরতি টিকিট নিশ্চিতে অর্থ ব্যয় হয়নি। বাংলাদেশে চলমান অস্থিরতায় গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টা স্থগিত ছিল। এতে অনেক এয়ারলাইনস ফ্লাইট বাতিল করে। কাতার এয়ারওয়েজ আজ সময় সকাল নয়টায় প্যারিস ছাড়লেও ট্রানজিট স্থল দোহা থেকে ঢাকা ফ্লাইট না থাকায় মূলত বাংলাদেশের যাওয়া হয়নি। সাঁতারআরচ্যাররা দেশে ফিরতে না পারলেও স্প্রিন্টার ইমরানুর রহমানের গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে না। বাংলাদেশের দ্রুততম মানব ইংল্যান্ডে বসবাস করেন। তিনি প্যারিস থেকে ইংল্যান্ড যাচ্ছেন। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। ৪ আগস্ট সবার আগে প্যারিস ছেড়েছেন শুটার রবিউল ইসলাম। তার সঙ্গে ছিলেন শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ ও বিওএ কর্মকর্তা নজীব আহমেদ। সাধারণত শেফ দ্য মিশন সবার শেষে যান। ৫ আগস্ট শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার গ্রহণের জন্য তিনি বাংলাদেশের খেলা শেষ হওয়ার পরের দিনই ঢাকা রওনা দেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর বিলম্বিত
পরবর্তী নিবন্ধঅক্টোবরে বাংলাদেশে হবে নারী বিশ্বকাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি