বিমলেন্দু দাশ মিন্টু

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ডা. তেজেন্দ্র নারায়ন দাশের মেজ ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের বড় ভাই বিমলেন্দু দাশ মিন্টু গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক পুত্র, স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। বিমলেন্দু দাশ মিন্টু দক্ষিণ নালাপাড়া একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ১৩