বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। এ সংগ্রামে দেশবাসীকে জামায়াতে ইসলামীর সাথে থাকার আহ্বান জানান তিনি। অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আরো বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।

থানা কর্মপরিষদ সদস্য ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আমীর সাইয়েদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ। ওয়ার্ড সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড নায়েবে আমীর ফজলুল হক, জামায়াত নেতা সাইয়েদ ওসমান আলী, সাঈদুল হক, মোহাম্মদ মুছা, নাঈম উদ্দিন, ওমর ফারুক ও মোহাম্মদ হারুন।

বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দল : বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শেরশাহ বাংলাবাজার চত্বরে কম্বল বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত মুহাম্মদ আলতাব হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি ছিলেন আজিজ উদ্দিন মিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন, মোঃ কামরুল হাসান, সোহাগ গাজি সিনিয়র। এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ দাউদ ইসলাম, মোহাম্মদ ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ রনি, জাহাঙ্গীর আলম, ডাক্তার জহির উদ্দিন, মোহাম্মদ আবদুস সোবাহান, মোঃ রাসেল ফরাজী, মোহাম্মদ লিটন, আলামিন হৃদয়। এতে প্রধান অতিথি সৈয়দ আজম উদ্দিন বলেন, বিএনপি হচ্ছে সাধারণ জনগণের দল। বিগত দুঃসময়ে এই দল জনগণের মধ্যে দিয়ে বেঁচে ছিল এবং আগামীতেও আপনাদের ভোটে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

বন্ধু হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন : মানবতার বন্ধু হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ জনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল খুলশী থানাধীন খুলশী কলোনিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি হেলাল শিকদার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ আয়াতুল্লাহ, মোহাম্মদ তৌফিক উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, তুহিন চৌধুরী, মোঃ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলী, অঞ্জন দাসসহ অনেকেই।

আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা : আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষুর উদ্যোগে গত ৬ জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাতবাড়িয়া গ্রামের দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় জেবিএস আনন্দ বোধি ভিক্ষু বলেন, মানুষ মানুষের জন্য। দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে ধর্ম ও জাতিকে গুরুত্ব না দিয়ে মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। এতে গ্রামের ৫০ জন দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির : নগরীর ও আর নিজাম রোড গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে শীতবস্ত্র অনুষ্ঠান গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের আজীবন সদস্য আশীষ আচার্য্যের ব্যক্তিগত উদ্যোগে মন্দিরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ, রুভেল দে, মুনমুন দত্ত মুন্না, মিহির দে, শিমুল মুহুরী, ইঞ্জিনিয়ার জয়দেব বৈদ্য, মৃদুল কান্তি কর্মকার, বিভু দাশ প্রমুখ।

বাজালিয়া ঋষিতীর্থ অনাথ আশ্রম : সৎসঙ্গ বিহার সাতকানিয়ার উদ্যোগে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ঋষিতীর্থ অনাথ আশ্রমে অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে এক আলোচনা সভা বাজালিয়া ঋষি তীর্থ আশ্রমের উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ঋত্বিক বিপ্লব বিশ্বাস, ঋত্বিক সাধন কুমার সুশীল ও শুভাশীষ দাশ, সেবাপ্রিয় ব্রহ্মচারী, মনি সিংহ, উত্তম দাশ নিলয়, রকেট মল্লিক, শ্যামল কান্তি দাশ, নয়ন কান্তি দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাজা ছাইফ উদ্দীন এনায়েতপুরী স্মরণে ইসলামী মহাসম্মেলন
পরবর্তী নিবন্ধ‘রেইপ কালচার’