চসিক পূজা উদযাপন পরিষদ : জামালখানস্থ চসিক কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল সোমবার চসিক পূজা উদযাপন পরিষদ আয়োজিত মহাষষ্ঠী তিথিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি। উদ্বোধনী বক্তব্য দেন, রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনানন্দ মহারাজ। বক্তব্য দেন, কাউন্সিলর নীলু নাগ, রুমকী সেনগুপ্ত, আঞ্জুমান আরা, চসিক সিবিএর সাধারণ সম্পাদক মুজিবুল হক, কুসুম কুমারী স্কুলের প্রধান শিক্ষিকা তন্দ্রা মজুমদার। বক্তব্য দেন, চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী।
ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, ভারত সবসময় বাংলাদেশের সুখে-দুঃখে আছে এবং থাকবে।
মহানগর পূজা উদযাপন পরিষদ : মহানগর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হল প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার পঞ্চমীতে দেবী দুর্গার বরণ অনুষ্ঠান গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল- মাতৃপূজা, ঢাক, ঢোল, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে দেবী দুর্গার বরণ, পুষ্পাঞ্জলি ও প্রার্থনা। মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, অ্যাড. চন্দন তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাস অসিত, সহ-সভাপতি প্রদীপ শীল, বিপ্লব চৌধুরী, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, অ্যাড. নিখিল নাথ, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. টিপুশীল জয়দেব, অ্যাড. তপন কুমার দাশ, অরুণ রশ্মি দত্ত, রাধারানী দেবী, রাজীব চৌধুরী মিল্টন, প্রিয়তোষ ঘোষ রতন, সাজু চৌধুরী, অ্যাড. রক্তিম বিশ্বাস, বাপ্পি নন্দী, প্রকৌশলী অমিত ধর, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, বিশ্বজিৎ রায়, রাজন দাশ, মৌসুমী চৌধুরী, অসীক দত্ত, অমিত ঘোষ, অসিত বরণ বিশ্বাস, সবুজ দাশ, দীপ্ত সিং, দীপ দে বাবু, দোলন দাশ, অ্যাড. সুব্রত শীল রাজু, শ্যামল চৌধুরী, রাহুল দত্ত, প্রিয়তোষ বল, বিবেক দেব, জয় চৌধুরী, অনিক তালুকদার, বিশ্বজিৎ চৌধুরী, কুশন সেন, অয়ন ধর, সুমন দাশ, পূজা ঘোষ, লিটন শীল, তারণ দাশ প্রলয়, জপমালা ভট্টাচার্য, জয়শ্রী ঘোষ, রিংকু ভট্টাচার্য, বৃষ্টি বৈদ্য, রোমেন চৌধুরী, লক্ষ্মীরানী কর, নন্দীতা দাশগুপ্ত, হীমাশ্রী, তপতী মজুমদার, অমিত রায় চৌধুরী, নিলয় সেন প্রমুখ।
হাজারী লেইন দুর্গামন্দির : হাজারী লেইন দুর্গামন্দির চত্বরে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে বসবাসরত ৩০০ অস্বচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, অশোক দাশগুপ্ত, হাজারী লেইন পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌতম হাজারী, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পান্ডে, ডা. সন্তোষ দাশ, বিপ্ল্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, উৎপল দাশ, বিরাম চক্রবর্তী, নিপু শম্মা, জয় চৌধুরী, শিবু সেন, পিয়াস আইচ, অপু দাশ প্রমুখ।
দক্ষিণ রাউজান উদয়ন সংঘ : দক্ষিণ রাউজান উদয়ন সংঘের উদ্যোগে ৮০তম শারদ আনন্দ উৎসব উদযাপন উপলক্ষে মহাপঞ্চমীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টুর সভাপতিত্বে এবং উদয়ন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কল্লোল দাশগুপ্ত ঝুমুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত। গুণীজন সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ১৪ বাগোয়ান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার শ্যামল বড়ুয়া সেন্টু, উদয়ন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ দত্ত, উদয়ন দুর্গা মন্দির প্রধান উপদেষ্টা সুজিত দাশ মিন্টু, রাজীব দাশ বর্মন, দুর্গাপূজা ও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি হিমাদ্রি দাশগুপ্ত রাজু, সহসভাপতি সঞ্চিতা দত্ত, দেবব্রত দাশ দেবু, প্রমিজ বৈদ্য রুবেল। অনুষ্ঠানে ৪০ গুণীকে সম্মাননা ও ১৭০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। দ্বিতীয় পর্বে উদয়ন সংঘের সম্পাদক সাজিব চক্রবর্তী ও সাংস্কৃতিক অর্থ সম্পাদক পানিন দত্ত সঞ্চালনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাউজান কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি : রাউজান প্রতিনিধি জানান, উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি শারদীয় দুর্গাপূজার মণ্ডপসমূহে সরকারের দেয়া অনুদান বিতরণ করেছে। অনুষ্ঠান থেকে দেয়া হয়েছে দুস্থ পূজার্থীদের কাপড়। গত ১০ অক্টোবর রাউজান কেন্দ্রীয় মন্দির রাসবিহারী ধাম প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে। বিশেষ অতিথি ছিলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, আ. লীগনেতা কামরুল ইসলাম বাহাদুর, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন, অশোক পালিত, শিমুল বিশ্বাস, আব্দুল লতিফ, আবু সালেক, দীপলু দে, রিগ্যান শীল, উজ্বল কান্তি, দিলীপ দে প্রমুখ।
সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন : নগরীর শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেটে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ১০ আসনের আওতাধীন পূজা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন সৈয়দা আমেনা সিদ্দিকা ডালিয়া। সঞ্চালনা করেন রেজাউল করিম রিটন। বিশেষ অতিথি ছিলেন, অরবিন্দ পাল অরুন, অধ্যাপক দিলীপ কুমার দাশ। বক্তব্য দেন, তমাল শর্মা চৌধুরী, লিটন দেবনাথ লিখন, সুজন পাল, সঞ্জয় সরকার, রঞ্জিত দাশ, জনি দেব, রুপন শীল, আজিজুর রহমান। শেষে প্রধান অতিথি ৩৬টি পূজা মন্ডপের জন্য সম্মানী প্রদান করেন।
কাউন্সিলর আব্দুস সালাম : ৩১নং আলকরণ ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাউন্সিলর আব্দুস সালামের ব্যক্তিগত উদ্যোগে গতকাল সোমবার উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর নিলু নাগ, আব্দুল মোতালেব চৌধুরী, মো. ইসহাক প্রমুখ।
পতেঙ্গা উত্তর পাড়া সর্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদ : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়ার চন্ডী মন্দির পূর্ণ সদ্দারের বাড়ি প্রাঙ্গণে গতকাল সোমবার উত্তর পাড়া সর্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জনসচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জহুর লাল দাশ, সোনা বাবু জলদাশ, পান্না দাশ প্রমুখ।