রাউজান
রাউজান প্রতিনিধি জানান, রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেছেন, রাউজান উপজেলায় মানুষের মাঝে ধর্মীয় কোনো বিরোধ নিয়ে। সকল ধর্মের মানুষ পূজা পার্বনসহ নানা উৎসবে অসাম্প্রদায়িক চেতনায় অংশগ্রহণ করে। এই পরিবেশ সৃষ্টি করেছেন রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক নারী পূজার্থীর হাতে শাড়ি উপহার দিতে গিয়ে এক কথা বলেন। স্থানীয় ইউপি কার্যালয় থেকে এলাকার শতাধিক দরিদ্র পরিবারের নারীদের এই শাড়ি উপহার দেন গত ২৫ অক্টোবর সকালে। এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য আবদুল মালেক, মোহাম্মদ রফিক, বোরহান উদ্দিন রুবেল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ রাশেদ,টনি বড়ুয়া, সাফায়েত হোসেন তৌহিদ, মোহাম্মদ ইমতিয়াজ, আকবর আলী জয়, শাওন বড়ুয়া মুন্না, ফয়সল মাহমুদ প্রমুখ।
হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম পূজা পরিষদ
ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া সার্বজনীন সূর্যগিরি আশ্রম পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পুরস্কার বিতরণ, বস্ত্র দান ও আলোচনা সভা গত ২৪ অক্টোবর আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অমৃতলাল দে। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী কাজল শীল। প্রধান বক্তা ছিলেন এ.কে জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শুভাশীষ চৌধুরী, মাস্টার শিবু দাশ, সুমন কুমার বণিক, অধ্যক্ষ পণ্ডিত অরূপ আচার্য্য, অনুপ আচার্য্য, বিপ্লব পাল চৌধুরী, পরিমল দাশ, ছোটন দাশ, অনিল নাথ, উজ্জ্বল ভৌমিক, খোরশেদুল ইসলাম খোরশেদ, প্রধান শিক্ষক সৈয়দ আলী আজগর সুমন, জয় আচার্য প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি মাস্টার আশীস চক্রবর্তী, সাধারণ সম্পাদক আদিত্য সৈকত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ ডা. অর্চনা রানী আচার্য, সঙ্গীতা শীল ও সুব্রত আচার্য। স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণাকলি আচার্য। অনুষ্ঠানে ১০০ জনকে পুরস্কার প্রদান, ৪০ জনকে শিক্ষাসামগ্রী প্রদান ও ২০ জনকে বস্ত্র বিতরণ করা হয়।
ধলঘাটে মণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান
শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ধলঘাট ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন। এ সময় উপস্থিত ছিলেন প্রবোধ রায় চন্দন, পঙ্কজ চক্রবতী, দিলীপ ঘোষ দীপু, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, চন্দন কুমার দে, শহীদুল আলম, আবু সাইয়েদ মল্ল, মহিলা ইউপি সদস্য সুমি দে, মাস্টার রঘুনাথ চক্রবর্তী, নিহার চক্রবর্তী, রতন দাশ, দেবাশীষ দে, রূপক হোড়, জুয়েল দাশ, মিল্টন দাশ, জাদব সরদার, শুভ দাশ। রনবীর ঘোষ টুটুন বলেন, অসাম্প্রদায়িক ও করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। করোনা মহামারীকে প্রতিরোধ করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে এবং বিভিন্ন পূজা মণ্ডপে সুশৃঙ্খল কার্যকলাপে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৈদিক পরিষদ
বাংলাদেশ বৈদিক পরিষদ মহানগরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গত ২৫ অক্টোবর অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈদিক পরিষদ মহানগরীর সভাপতি দোলন দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব দে র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক, সহ-সভাপতি ডা. নারায়ন মজুমদার, বৈদিক পরিষদ মহানগরের উপদেষ্টা সমীর দত্ত, প্রধান শিক্ষক সোপন মল্লিক, তরুন দাশগুপ্ত, ডা. দেবাশীষ মজুমদার, রুমকি সেনগুপ্ত, পন্ডিত উজ্জ্বল চক্রবর্তী, বিপ্লব চৌধুরী, যুবরাজ মল্লিক, বাপ্পি দে, স্বপন সিং প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
পূজামণ্ডপে মাস্টার নজির আহমদ ট্রাস্টের অনুদান
বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট। ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপির পক্ষে অনুদানগুলো হস্তান্তর করেন ট্রাস্টের প্রতিনিধিরা। বিভিন্ন ইউনিয়নে অনুদান প্রদানে অংশ নেন সাংবাদিক রাহুল দাশ নয়ন, জসীম উদ্দিন খোকন, তুষার কান্তি ভারতী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।