বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

রাউজান উত্তর গশ্চি মসজিদ পরিচালনা কমিটি : রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে করেছে ৮ম মিলাদ মাহফিল করেছে উত্তর গশ্চি মসজিদ পরিচালনা কমিটি। গত সোমবার রাতে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার। উত্তর গশ্চি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান আলকাদেরী। আলোচক ছিলেন মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী, মাওলানা নাসির উদ্দিন আলকাদেরী, হাফেজ আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদ, বিএনপি নেতা মোজাহের আলম, রাউজান উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাওলানা আবদুল সবুর, বাগোয়ান যুবদল নেতা নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল ইসলাম, সামশুদ্দিন, মুন্নাসহ অনেকে।

ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা : চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল (এম.) মাদ্রাসা অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন ও প্রতিষ্ঠাতা আবদুস সোবহান সওদাগরের ওফাতবার্ষিকী মাহফিল অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ বলেনঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অংশ। আশেকে রসূলগণ এরকম মাহফিলের মাধ্যমে রহমতে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের আনন্দ উদযাপন করে থাকেন। মোহাম্মদ জাহেদ হোসেনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মিয়া মোহাম্মদ আবদুর রহিম। বক্তব্য রাখেনউপাধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জুলফিকার আলী চৌধরী, . মোহাম্মদ মতিউল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরুল আবছার। উপস্থিত ছিলেনমুহাম্মিদ আনোয়ার হোসোইন, পীরজাদা মাজহারুল ইসলাম

নিজামী, আবুল মুনির, সরওয়াত বেগম চৌধুরী, সাইফুল আলম, রোজিনা আক্তার, তানভীর আহমদ ছিদ্দিকী, রুকুনুদ্দীন, মোহাম্মদ ফরহাদ, বোরহান উদ্দীন, তাসলিয়া তাহসীন, সলিমুল্লাহ মুনিরুল হক, মুনির উদ্দীন, জাহাঙ্গীর আলম, আলী আকবর, আশরাফ মাহমুদ, দিদারুল ইসলাম আবদুর রহমান ফারুকী ও আবদুল হাই প্রমুখ।

ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রি কলেজ : ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রী কলেজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজ হল রুমে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আবু জাফরের সভাপতিত্বে এবং অধ্যাপক এম শহীদুল্লাহ আজাদ ও অধ্যাপক আবু সালেহের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা কাজী মো. শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন অধ্যাপক এ এম রফিকুল আলম হাচানী, কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. নুরুল কুদ্দুস, দাতা সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার শফিউল আলম, ফরিদুল আলম, ডা. খালেদ উদ্দিন, ঈসা চৌধুরী, বিএনপি নেতা মোরসালিন, শেখ সাহাবুদ্দিন, মহিউদ্দিন, জাহেদুল হাসান, হেলাল উদ্দিন বাবর, রবিউল রবি, জুয়েল চৌধুরী, সোলাইমান রাজ প্রমুখ। প্রধান অতিথি জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম (.) এর আদর্শ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ালে পেইন্ট করে নষ্ট করা হয়েছে আয়নাঘরের আলামত
পরবর্তী নিবন্ধবনফুল সদরঘাট শাখার উদ্বোধন