খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে এসএসসিতে উত্তীর্ণ ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। এসময় জেলার বিভিন্ন স্কুলের এসএসসি জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম–সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবিব আজম।
শাহাদাত হোসেন কায়েসের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম। এসময় বক্তারা আগামীর বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়তে পাহাড়ের সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান ।
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৮ জন কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও আর্থিক অনুদানও প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডোরি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির উদ্যোগে ২০২২ এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষক তামান্না ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থী কানিজ ফাতেমা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বলেন, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের আরো আগেই এই সম্মাননা দেওয়া উচিৎ ছিল। কিন্তু সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও নানাবিধ প্রতিকূল পরিস্থিতির কারণে করতে না পারলেও কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তা ছাড়া শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নাম্বারে সংশ্লিষ্ট স্কিম হতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।