হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া মাদ্রাসা : হাটহাজারী ফতেয়াবাদ দক্ষিণ পাহাড়তলী ১নং ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল ও গাউসে জমান আওলাদে রাসূল (দ) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ) এর ওরশ শরিফ ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ শামসুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মুহাম্মদ নিয়াজ মোরশেদ। মাওলানা মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাদ্রাসার সহ–সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নাছির, মাওলানা মোহাম্মদ নুরুল হক, মাওলানা সাব্বির আহমদ ওসমান,মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী, মাস্টার আনোয়ার হোসেন, মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন। কুরআন তেলোয়াত করেন হাফেজ মুহাম্মদ আলী আকবর। নাতে রাসুল (দ🙂 পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ সাগর। সালাত ও সালাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ জিয়াউল হক।
মাইজভাণ্ডার দরবার শরীফ : ফটিকছড়ি প্রতিনিধি জানান, গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (ক.) উত্তরাধিকারী পৌত্র মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (রহ.) চান্দ্রবার্ষিকী ফাতেহা ও ২০ রবিউল আউয়াল আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় গতকাল গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ছদারত করেন, শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর (রহ.) স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ–সভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।
মাহফিলে বিষয়ভিত্তিক তাকরীর পেশ করেন, অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, চবি অধ্যাপক আল্লামা ড.এ,এস,এম বোরহান উদ্দীন, মুফতি মুহাম্মদ ইবরাহীম আল কাদেরী, মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, আল্লামা শায়েস্তা খান আল আজহারী, মুফতি এহসানুল হক মোজাদ্দেদী, আল্লামা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, আল্লামা সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন আল কাদেরী, আল্লামা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী। মাওলানা মুহাম্মদ জহুরুল হক ও মুফতি ইলিয়াস হোসাইনীর যৌথ সঞ্চালনায় আওলাদে খোলাফায়ে মাইজভাণ্ডারীসহ বিশিষ্ট আলেমেদ্বীন,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ, জেলা সমন্বয় কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতি : চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (স🙂 উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঈদ–এ মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির সদস্য চৌধুরী খালেদ বিন সরওয়ার জনির পরিচালনায় এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মজিদি, মাওলানা হাবিবুর রহমান মিছবাহ, মাওলানা এস্তাফাজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাকা উল্লাহ ইরান, সমিতির সাবেক সভাপতি এড. মুছা, ওমর ফারুক, আব্দুল খালেক।