বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশন : আলহাজ্ব নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে চাক্তাই হাজী আমিনুর রহমান রোডে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আরশাদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঈনুদ্দীন নুর তারেক ও পরিচালক আজাদ রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ সাজ্জাদ চৌধুরী, নুরুল আলম, শ্যামল দাশ, সালামত আলী, মো. আলমগীর, মো. খসরু, মো. মিজান, মো. নজরুল প্রমুখ।

মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন : মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা কর্ণফুলীর শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ উপলক্ষে এক অনুষ্ঠান শুক্রবার (২৪ মার্চ) এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আলী রেজা, এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস, উপদেষ্টা খান মোহাম্মদ আইয়ুব। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম বিভাগের দাওয়া সেক্রেটারি আইয়ুব কাদরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কর্ণফুলী উপজেলা প্রেসিডেন্ট মাওলানা আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মনিরুদ্দীন ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. মোহাম্মদ ইয়াহিয়া খান, মাওলানা মোহাম্মদ আলী জিহাদি, ফাইন্যান্স সেক্রেটারি মাওলানা ফুরকান আশরাফি, মাওলানা ইলিয়াস চৌধুরী, গিয়াস উদ্দিন, সেকান্দার আলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

বৃহত্তর বাদুরতলা সমবায় সমিতি : বৃহত্তর বাদুরতলা সমবায় সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ বৃহত্তর বাদুরতলা সমবায় সমিতির সভাপতি মো. ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল আলম খসরুর সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অসহায় দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সমিতির প্রধান উপদেষ্টা ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। উপস্থিত ছিলেন মো. হাসান মুরাদ, মো. ফোরকান, মো. সেলিম উদ্দিন, মো. ইউসুফ মিয়া, আদনানুর রহমান, মোজাম্মেল মিয়া, মো. আসিফ, আবু সুফিয়ান, মো. আজগর, মো. জাবেদ, মো. রাকিব, তুষার, মনজু প্রমুখ।