বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও সেহেরী সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

২৫নং রামপুর ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপি ব্যবস্থাপনায় ২৫নং রামপুর ওয়ার্ডে রোজাদার পরিবারদের মাঝে ইফতার ও সেহরি সমাগ্রী বিতরণ করা হয়। ২৫নং রামপুর ওয়ার্ড আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। এ সময় আরও উপস্থিত ছিলেন, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মআহবায়ক দিলদার খান দিলু ও এস এম এরশাদ উল্লাহ, বিকেএমইএ সেলিম চিশতী, মাহাবুব আলম আজাদ, আরমান হোসেন, মোহাম্মদ ইকবাল, আলাউদ্দিন আলো, হাজী আয়ুব, নূরুল আবছার, মুজিবুর রাহমান মুজিব, মোঃ সেলিম, সোহেল জাহান প্রমুখ।

নাসিরাবাদ প্রপার্টিজ ইনোভেশন টিম : নাসিরাবাদ প্রপার্টিজ ইনোভেশন টিমের ইফতার ও দোয়া মাহফিল গত ২৬ মার্চ নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নাজিম উদ্দীনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন নুরুল ইসলাম। বক্তব্য দেন, ইব্রাহিম কাশেম চৌধুরী, মো. সুফিয়ান আলী, সাখাওয়াত হোসেন সাগর, প্রফেসর ড. মনসুর উদ্দিন আহমেদ, ডা. গোলাম হাবিব প্রমুখ। বক্তারা সংগঠনের কমিটি গঠন, সোসাইটিতে মসজিদ নির্মাণ, খেলার মাঠ ও পার্ক গঠন নিয়ে আলোচনা করেন। গজল পরিবেশন করেন নজরুল ইসলাম মানিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওবায়দুল করিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নুরুন্নবী ভুঁইয়া।

বাংলাদেশ ৮৮ গ্রুপ চট্টগ্রাম প্যানেল : স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মেরিটাইম মিউজিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ৮৮ গ্রুপের চট্টগ্রাম প্যানেলের ইফতার মাহফিল। এতে এস এম আরিফকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. মনজুরুল করিম বিপ্লব, ডা. মোহাম্মদ এহসান, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ এনায়েতুল্লাহ বাদল, মাইমিনুর রহমান সোহেল, রুনা তাসমিনা, এমএ হোসাইন, ইসমাইল হোসাইন সিরাজী, হাসিনা মমতাজ জোনাকী, মোহাম্মদ আলতাফ হোসাইন, হাজি সেলিম, আনোয়ার সাদাত মুরাদ, নার্গিস সুলতানা সীমা, মো. শাহাদাত হোসেন খোকন, বিষ্ণু পদ দেব অভি, মনসুর লিটন ও জাহেদ কায়সার।

বি.পি ওসমানী ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজানের উপলক্ষে সামাজিক সেবামূলক ও সুবিধা বঞ্চিতদের আইনি সহায়তামূলক সংগঠন বি.পি ওসমানী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। বি.পি ওসমানী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আরাফাত ওসমানীর সভাপতিত্বে কুলগাঁও দক্ষিণ জামশেদ শাহ সড়কস্থ বি.পি চট্টল পা্রঙ্গনে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাজী জানে আলম সর্দ্দার, হাজী মো: বখতেয়ার আলম, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম আরমান, তানভীর ইসলাম ইরফান, সাইফুল ইসলাম আসিফ প্রমুখ।

মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন : স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করতে হলে পিছিয়ে পড়া শিশুদেরকে দ্রুতগতিতে মানসম্মত শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারের পাশাপাশি সচেতন মহলকেও প্রান্তিক জনগোষ্ঠীর বহুমাত্রিক উন্নয়নে এগিয়ে আসা জরুরি। মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় মিনহাজ ইয়ুথ লীগ বাংলাদেশ চট্টগ্রামের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ফ্রুটস ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন। মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এম এ সবুরের সভাপতিত্বে চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন স্বপ্নচাষীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী এস এম শফি, তরুণ উদ্যোক্তা সৈয়দ মিনহাজুর রহমান, ফাউন্ডেশনের সহ সভাপতি আলী রেজা, দাওয়া সেক্রেটারি মো. আইয়ুব কাদেরি, মিনহাজউলকুরআন ইয়ুথ লীগের সভাপতি মিনহাজুল আবেদীন জোনায়েদ, শহিদুল ইসলাম জাহেদ, নজরুল ইসলাম, মো. রাইহান হোসাইন, জালাল উদ্দীন শোয়েব, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সদস্য নুরুল আমিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আক্তার প্রমুখ।

ছাত্রলীগ : চট্টগ্রাম নগরীর ছড়িয়ে থাকা মানুষদের মাঝে গরিবুল্লাহ শাহ মাজারে সম্প্রতি সেহেরি বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী ওবাইদুল আলম শাকিল ও তার সঙ্গীরা। ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজক ওবাইদুল আলম শাকিল। ওবাইদুল আলম শাকিল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে ছাত্রলীগকে নির্দেশনা দেন। আমাদের নেতা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বলেছেন আমাদের আশেপাশের মানুষের খেয়াল রাখতে। আমরা যারা বাসাবাড়িতে পরিবারের সাথে থাকি তারা সুন্দর আয়োজনে সবাই মিলে সেহেরী ও ইফতার করি।’ এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন রাহাত, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ ইলহাম প্রমুখ।

বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রাম : বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের আয়োজনে শনিবার (২৩ মার্চ) চট্টগ্রাম ক্লাব লি. ব্যাংকুইট হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. ইউসুফ এলাহী চৌধুরী, সমাজ কল্যাণ অধিদপ্তরে বিভাগীয় পরিচালক কাজী নাজমুল ইসলাম, রুহুল আমিন, গোলাম মহিউদ্দিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, মো. শাহ আলম, .বি.এম মোসাফর হোসেন মজুমদার, মো. ইউসুফ মজুমদার মানিক, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, জাহেদ আরেফিন পাটোয়ারী, মোস্তফা তালুকদার, হাজী শাহ আলম, কাজী নাদিরুজ্জামান, ফজলুল রহমান স্বপন, আবুল হোসেন আবু, মোস্তফা কামাল তালুকদার, জসিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কুরআর তেলোয়াত ও দোয়া পরিচালনা করে হাফেজ ফারুক আহমেদ।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি : বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোহাম্মদ সোলায়মান চৌধুরী বলেছেনআল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো রমজান। কাজী অধ্যক্ষ মাওলানা হারুন শাহ মোজাদ্দেদী আলকাদেরী বলেছেনরমজানে অশ্লিলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা থেকে বিরত থাকা, শঠামী, জোচ্চুরি পরিহার করা, মদ, জুয়া, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ইভটিজিং এর মতো ইত্যাকার গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাকাই রমজানের অন্যতম দাবী। আলহাজ্ব কাজী মাওলানা ইউসুফ চৌধুরী বলেছেনরমজান কেবলই মুসলমানদের জন্য নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণের বার্তা বয়ে আনে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৭ মার্চ নগরীর দেওয়ান হাটস্থ অভিজাত আলিফ রেস্টুরেন্টের ২য় তলায় অনুষ্ঠিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির বৃহত্তর চট্টগ্রাম জেলা সভাপতি কাজী মাওলানা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যান সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোহাম্মদ সোলায়মান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যান সমিতির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী অধ্যক্ষ মাওলানা হারুন শাহ মোজাদ্দেদী আলকাদেরী। অধ্যক্ষ কাজী মাওলানা আবু ছালেহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী মুহাম্মদ জামাল উদ্দীন, কাজী মাওলানা সরওয়ারে আলম, কাজী মাওলানা শাকের আহমদ চৌধুরী, কাজী মুহাম্মদ জাহেদ, কাজী মীর মুহাম্মদ আহছানুল করিম মুনীরী, কাজী মুহাম্মদ বদিউর রহমান, কাজী মুহাম্মদ এহসানুল হক মুনীরী, কাজী আশরাফুল ইসলাম, কাজী নুরুল হুদা, কাজী মুহাম্মদ মুফিজুর রহমান, কাজী মুহাম্মদ গিয়াস উদ্দীন, কাজী মুহাম্মদ রুস্তম আলী, মাওলানা আবদুল মান্না আশরাফী প্রমূখ। অনুষ্ঠান শেষে কিয়াম ও মিলাদের মাধ্যমে আখেরী মুনাজাত পরিচালনা করেন কাজী মুহাম্মদ ফজলুর রহমান।

আবদুল লতিফ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি : আবদুল লতিফ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুল লতিফ মার্কেট ওয়াকফ এস্টেট জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী। ছমির উদ্দিনের সভাপতিত্বে ও শওকত আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, আহমদ কবির দুলাল, সেলিম উল্লাহ, ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী মো. সেলিম ও হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব প্রমুখ।

আগ্রাবাদ : পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলচট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্তের ব্যবস্থাপনায় গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়। ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন আবু, মো. জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী (বাবু), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. খোরশেদ আলম। অন্যান্যদের মা্থেত ছিল মো. হারুন, আব্দুল জলিল, সুধাম দে, বিজন দে, মো. জিয়া উদ্দিন, শাহজাহান বাদশা, জয় মহাজন পাপ্পু, জিসান হায়দার, মোহাম্মদ আরিফ, মো. রিপন, তানভির আহমেদ, আবুল মোকাররম সাকিব, এম আরিফ উদ্দিন, সৌম্য চক্রবর্তী, কাউসার আহমেদ, নিলয় দাশ প্রমুখ।

চবি ৪৫ ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৫তম ব্যাচের উদ্যোগে শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৬ মার্চ নগরীর নন্দনকানস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন এতিম খানায় এসব ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৫ ব্যাচের সভাপতি মো. শিহাব উদ দৌলা, সাধারণ সম্পাদক অভিজিৎ বড়ুয়াসহ ব্যাচের অন্যান্য সদস্যরা এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রামসহ সারাদেশে চবি ৪৫ ব্যাচের সদস্যরা নানারকম সমাজসেবা মূলক কাজে নিয়োজিত।

চট্টগ্রাম০৭০৯ গ্রুপ : এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ এ পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম০৭০৯ গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল গত ২৬ মার্চ নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই গ্রুপটি ২০১৯ সালের ১৬ই আগস্ট সৃষ্টি হওয়ার পর থেকে ব্যাচমেট বন্ধুবান্ধবীদের মাধ্যমে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালীন বস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র দান, গরীব শিশুদের ঈদ উপহার বিতরণ, অটিজম স্কুলে শিক্ষা সামগ্রী সরবরাহসহ নানা সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছে এবং নিয়োজিত রাখবে ভবিষ্যতে এমনটাই জানান চট্টগ্রাম০৭০৯ ফেসবুক ভিত্তিক গ্রুপটির এডমিন ফোরকান রাসেল। ব্যাচমেট বন্ধুবান্ধবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে কাজ করার জন্য এই ইফতার মাহফিলের আয়োজন বলে জানান অন্য এডমিন মো. সাজু।

বাকলিয়া যুব উন্নয়ন পরিষদ : বাকলিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সেলিম’র সার্বিক তত্ত্বাবধানের ১৯নং দক্ষিণ বাকলিয়াস্থ আবদুল করিম সড়ক ও তক্তারপোল এলাকায় হতদরিদ্রদের মাঝে গত ২৩ মার্চ বিকেল ৪টায় ইতফার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বকতিয়ার ফারুক, শাহ্‌ আলম, মো: শাওন, মো: জাবেদ, মো: সাজ্জাদ, মো: তানজিল, মো: সৌরভ, মো: ফয়সাল প্রমুখ।

পটিয়া এম এ খালেক ফাউন্ডেশন : পটিয়া উপজেলার কচুয়াই, কোলাগাঁও, জিরি, আশিয়া ও পৌরসভার ৬নং ওয়ার্ডে তিনদিনে ৩৫০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার। ২৯ মার্চ (শুক্রবার) বেলা ৩টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেম, পটিয়া উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর শফিউল আলম। এর আগে কচুযাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম ও কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক, আওয়ামী লীগ নেতা কবির আহমদ সওদাগর,ফরিদ উদ্দিন বাবুল, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মন্নান, যুগ্ম সম্পাদক রফিকুল আলম, ইউপি সদস্য সেলিনা আকতার, নুরুল ইসলাম, বিন ফয়সাল, জালাল উদ্দীন, জিয়া উদ্দিন, ওয়াসিক সাকিব, মো: সাকিব, নিশান ভট্টাচার্য, কোলাগাঁও ইউনিয়নে উপস্থিত ছিলেন, ফারজানা হক মিতু, ফাতেমা বেগম, হোসনেয়ারা বেগম, মুহাম্মদ শফিউল বশর, মোঃ জাফর, মোঃ দিদারুল আলম, মোহাম্মদ জাহেদ হোসেন, মোঃ শরীফ, চন্দন চৌধুরী, মোঃ করিম, মোঃ আকবর, মোঃ শাহাজাহান, জাহাঙ্গীর আলম বেলাল, মো: নাজিম, মো: শহীদ, মো: নাছির মিয়া ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি : গত ২৫ মার্চ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রামের অডিটোরিয়ামে বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি এড. কাজী মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এড. মোঃ জাফর হায়দার ও সদস্য সচিব এড. মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. মোঃ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)। স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ মজিবুল হক, এড. এএইচএম জিয়া উদ্দিন, এড. আবদুস সাত্তার সারোয়ার, এড. ওমর ফারুক, এড. আবদুর রশিদ, এড. মেজবাহ উদ্দিন, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আবদুস সাত্তার, এড. শামসুল আলম, এড. সাহাদাত হোসেন, এড. রফিক আহমদ, এড. সেকেন্দার বাদশা, এড. আবদুল হক, এড. রফিক, এড. আব্দুল কাদের, এড. কাশেম কামাল, এড. হাসান আলী, এড. কবির হোসেন, এড. হারুনুর রশিদ, এড. কে এস আব্বাসী, এড. মুরশিদ আলম, এড. আবুল কালাম আজাদ, এড. এইচ.এস সরওয়াদী, এড. মোহাম্মদ বদরুল রিয়াজ, এড. আমিন আহমেদ লিটন, এড. আশরাফ বিনতে মোতালেব, এড. নিলুফার ইয়াসমিন লাভলি, এড. শফিউল আলম মজুমদার, এড. মোশাররফ হোসেন, এড. জুলফিকার হায়দার ফয়সাল, এড. আবদুল কাইয়ুম ভূঞাঁ, এড. মিনহাজ উদ্দিন, এড. তসলিম উদ্দিন, এড. আবুল কালাম, এড. সিরাজুল ইসলাম, এড. আলহাজ্ব নুরুল ইসলাম, এড. ফয়জুল আমিন, এড. সাহাবউদ্দিন, এড. কাশেম চৌধুরী প্রমুখ।

মহানগর যুবলীগ : নগরীর ২ নম্বর গেইটস্থ শপিং কমপ্লেক্সের সামনে অসহায় খেটেখাওয়া মানুষদের মাঝে শুক্রবার (২৯ মার্চ) মহানগর যুবলীগের সংগঠক মিজানুর রহমান মিজানের ব্যবস্থাপনায় ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণের সভায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সংগঠক কাজল সেন, মানস দেব, স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিবুল ইসলাম সেলিম, যুবনেতা রেজাউল আলম রিপন, মেহেদী হাসান, আশিকুন নবী, মামুনুর রহমান, সাইফুল ইসলাম মারুফ, মো শাহাদাত হোসেন পারভেজ, আরিফুল ইসলাম, হায়দার আলী সাদ্দাম, তানভীর হোসেন, রিদয় ইউসুফ, সৈয়দ বোরহান উদ্দিন রিমন, মিনহাজ তালুকদার, জয় চক্রবর্তী, মাঈন নেওয়াজ, নাজমুল জিহাদ, মো মহিউদ্দিন, তারিকুল ইসলাম রাহি, মুহাম্মদ রবিন প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন : চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন ও টি২ লন্ডন উবার ডেফ গ্রুপের যৌথ আয়োজনে গতকাল ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন হল অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সহসভাপতি সাব্বির কোরবান হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল আলম ফরিদ।

রজায়ী দরবার : পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল গত শুক্রবার আনোয়ারা ওষখাইন হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর সভাপতিত্বে এবং মুহাম্মদ নঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা মুহাম্মদ ইমাম উদ্দীন রজায়ীর তত্বাবধানে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ কামরুদ্দীন নুরী। উপস্থিত ছিলেন রবিউল হোসেন রজায়ী, মুহাম্মদ আমান উল্লাহ রজায়ী, আলী আহমদ রজায়ী, মুহাম্মদ রেজাউল করিম রাসল, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ কামরুল হাসান মিরু, সরওয়ার হোসেন হিরো, মুহাম্মদ মোস্তাক রজায়ী, এমরান হোসেন রজায়ী, মুহাম্মদ তৌহিদ রজায়ী, মুহাম্মদ নুর হোসেন রজায়ী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন মাতৃভূমির দেশোদ্ধার প্রেক্ষাপট
পরবর্তী নিবন্ধদরিদ্র শিক্ষার্থীর অভিভাবককে আর্থিক অনুদান