টেরী বাজার ব্যবসায়ী সমিতি : টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার শাহ আমানত ব্রিজ সংযোগ সড়কস্থ একটি কনভেনশহ হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল–মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি সদর এবং অতিরিক্ত ডিআইজি উপ–পুলিশ কমিশনার মো. ফয়সাল আহমদ ও ইফতার মাহফিল বাস্তবায়ন উপ–কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক দক্ষিণ অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার রবিউল ইসলাম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ট্রাফিক সহকারী পুলিশ কমিশনার মারেফুল করিম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সদস্য মো. ইসমাইল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ হোছাইন, সদস্য মো. মুসা, নাছির উদ্দিন, ওসমান গণি, পৃষ্ঠপোষক সদস্য হাজী রফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, কার্যকরী পরিষদের সহ–সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, যুগ্ম–সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, এস এস এস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইসতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মো. বাকের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ মামুন, মো. জাবেদ, মো. আবু ছালেক প্রমুখ। ইফতার মাহফিলে বিশ্বের সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ মাদ্রাসা : পেকুয়া উপজেলাধীন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক শফিকীর সভাপতিত্বে সম্প্রতি ইফতার মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক ঈমাম হোছাইনের পরিচলনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কঙবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রায়হান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী ডলমপীর (রহ) আহমদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান, রাজাখালী মাতবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফায়জুল আজিজ, টইটং আলহেরা মডেল একাডেমির শিক্ষক আব্দুল মান্নান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আনিসুর রহমান, আসমাউল হুসনা, নুসরাত জাহান ও কানিজ ফাতেমা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
আনোয়ারা বটতলী ইউনিয়ন বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, অন্তবর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। এখনও দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি তারা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতা–কর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। আওয়ামীলীগ ও তাদের দোসররা আবারো সংঘবদ্ধ হওয়ার চেষ্ঠা করছে। নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে তারা। তিনি গতকাল বিকালে আনোয়ারাস্থ শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন মাঠে উপজেলার ৪নং বটতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। বটতলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–সভাপতি লুৎফর এনাম চৌধুরী টিটুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রফিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, সদস্য রফিক ডিলার, মোঃ কাশেম, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু, মনছুর উদ্দিন, মোঃ আকতার, আবু ছালেহ, নুরুল ইসলাম, মোঃ জসিম, ইউছুফ মাষ্টার, মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম, বিএনপি নেতা আবু ছাদেক, মোজাম্মেল হক, মোঃ ফেরদৌস, ইলিয়াছ, যুবদল নেতা শোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট নুরুর কবির রানা, আলাউদ্দিন, মোঃ হোসেন, আলফাজুর রহমান আরিফ, মোঃ মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসান, শামশুল আলম, সাইফুদ্দীন দস্তগীর, মুরাদ, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসাইন জুয়েল, হান্নান, সোহেল, রাশেদ, কলেজ ছাত্রদল নেতা বোরহান, তারেক ও শফিউল আলম চৌধুরী প্রমুখ।
চান্দগাঁও থানা গাউসিয়া কমিটি : গাউসিয়া কমিটি বাংলাদেশ নগরীর চাঁন্দগাও থানা আহবায়ক কমিটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, সঠিকভাবে শরীয়তের নিয়মে যাকাত ফিতরা আদায় না হলে টাকা ও সম্পদ পরিপূর্ণ হালাল হবেনা। ঠিকমতো ষাকাত ফিতরা আদায় হলে মহান আল্লাহ সম্পদের পবিত্রতা ও অকল্পনীয় বরকত দেন। ১৪ মার্চ (শুক্রবার) বহদ্দারহাট এ আর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। থানা আহবায়ক মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, সদস্য মোহাম্মদ হোসেন খোকন, কেন্দ্রীয় আহবায়ক গাউসিয়া কমিটির সদস্য মাহমুদ নেওয়াজ, কেন্দ্রীয় দাওয়াতে খায়র মুয়াল্লিম ও দপ্তর সচিব মাওলান ইমরান হোসেন আলকাদেরী। থানা সদস্য সচিব জাহাঙ্গীর আলম কোম্পানির সঞ্চালনায় থান ওয়ার্ড নেতৃবৃন্দ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল মনসুর সিকদার, সেলিম সওদাগর, মাওলানা জালাল উদ্দিন মানিক, শামশুল আলম মুন্সি, মাওলানা এরশাদ উল্লাহ হামিদি, মওলানা হেলাল হাসান, থানা আহবায়ক সদস্য জানে আলম, ইব্রাহীম খাম, মাজেদুল ইসলাম বেলাল, মোহাম্মদ আলী বাবুল, শাহেদুল হাসান, আবদুর রহমান, এস এম নুরুল আলম, নুরুল ইসলাম সাগর, শামসেদ খোকন, শরীফুল আলম নয়ন, মোহাম্মদ তাহের, মোহাম্মদ লোকমান, জাহাঙ্গীর আলম, ছালেহ জহুর,শামসুল আলম সওদাগর, সৈয়দ জসিম উদ্দিন, সোলায়মান পিনু, করিম উল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ মহিউদ্দিন, ইস্কান্দর চৌধুরী, জামশেদ আলম সুমন প্রমুখ।
মুনিরীয়া যুব তবলীগ চান্দগাঁও : মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩নং চান্দগাঁও শাখার উদ্যোগে গতকাল সোমবার বেলা ৩ টা হতে নগরীর চান্দগাঁও খাজা রোডস্থ শাখার সম্মুখস্থ মাঠে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ঈছালে ছাওয়াবদ উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ফোরকান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ এয়াকুব। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
গাউসিয়া কমিটি ১৬নং কচুয়াই ইউনিয়ন : গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৬নং কচুয়াই ইউনিয়ন ০১নং ওয়ার্ড ফারুকী পাড়া শাখার সভাপতি নজরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে সেক্রেটারী এনামুর রশীদ ফারুকীর সঞ্চালনায় গত ১৪ই রমজান ১৫ই মার্চ শনিবার ফারুকী পাড়া ফোরকানীয়া মাদরাসা ময়দানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা ইসহাক আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ১৬নং কচুয়াই ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জাকির হোসেন মেম্বার। বিশেষ অতিথি ছিলেন মজলুম জননেতা কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী। বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আনিছুর রহমান ফারুকী (বাবর), এ্যাডভোকেট রেফায়াত হাসান ফারুকী (জসিম) কচুয়াই কালো জামে মসজিদ সভাপতি লোকমান হোসেন আঙ্গুর। সাবেক ইউপি সদস্য মুহাম্মদ মোরশেদ ফারুকী। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সহ সভাপতি মুহাম্মদ আরাফাতুর রহমান (রুবেল), মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, খন্দকার মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ মিজানুর রহমান, আব্দুস ছাত্তার, ০১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এমরান ফারুকী। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ০১নং ওয়ার্ড সহ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকী, মুহাম্মদ আলাউদ্দিন ফারুকী (বাবলা), মুহাম্মদ হাবিবুর রহমান ফারুকী, মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদ ফারুকী, মুহাম্মদ আব্দুল মজিদ ফারুকী, মুহাম্মদ সাইদুল ইসলাম ফারুকী (বাবু), মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম ফারুকী (রিমু)। প্রধান আলোচক কুরআন ও হাদীসের আলোকে সাহাবায়ে কেরাম, আউলিয়া বুজুর্গদের দেখানো পথ অনুসরণ করে সরলপথে বাকি জীবন অতিবাহিত করতে এবং আঞ্জুমান পরিচালিত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নি প্রতিষ্ঠানের এতিম মিসকিন ফান্ডের জন্য যাকাত ও ফিতরা প্রদানের অনুরোধ করেন।
গাফফার আমেনা খালেক ফাউন্ডেশন : নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় গাফফার আমেনা খালেক ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ, এতিম, আলেম–উলামা, বিশিষ্টজন ও অসহায়দের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে ও এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বশর আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, সহ–সভাপতি লায়ন সেতারা গাফফার চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি প্রশাসন মোহাম্মদ জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা তানভীর হোসাইন, হাফেজ ইয়াসিন আরাফাত, আনোয়ার হোসেন, আসমাউল হুসনা ও মরিয়ম বেগম প্রমুখ।
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং : বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ১৫ মার্চ নগরীর এক হলে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ডা. আহমেদ রহিম, ডা. আব্দুল্লাহ খান, ডা. নাসির উদ্দীন, এস কে এম আনিস উদ দৌলা, ডা. মঈন উদ্দিন চৌধুরী,অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির। আরো উপস্থিত ছিলেন ডা. মনসুরুল আলম, ডা. আব্দুল হালিম চৌধুরী, ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, ডা. আ ন ম মনজুরুল কাদের, প্রফেসর এম.এ হাশেম, ডা. মুহরম আলী, আবুল হোসাইন মোল্লা, নাছির উদ্দিন, জাফর উল্লাহ চৌধুরী, নূর মুহাম্মদ, শায়খুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, কো–অর্ডিনেটর ফাহমিদ কাউনাইন, নার্গিস আকতার, ইসমত জাহান, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আহসান ও আশরাফ উদ্দীন প্রমুখ।
বাঁশখালীর প্রাক্তন ছাত্রনেতা : গতকাল জিইসি মোড়ের কপার চিমনি রেস্টুরেন্টে বাঁশখালীর প্রাক্তন ছাত্রনেতাদের নিয়ে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা আশা ব্যক্ত করেন পবিত্র রমজান মাসের সওম সাধনার সংযমের মাধ্যমে সকল ধর্ম, মত ও দলের মধ্যে সহনশীলতা ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হোক এবং আগামীর বাংলাদেশ হোক মানবাধিকারের বাংলাদেশ, সহনশীলতার বাংলাদেশ, সহমর্মিতার বাংলাদেশ, যে বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না। যেখানে থাকবে সকল ধর্মের, মতের, দলের স্বাধীনতা। ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এখানে থাকবে মানুষের মানবিক মর্যাদা, প্রতিষ্টিত হবে মানুষের মৌলিক অধিকার। বাঁশখালীর প্রাক্তন মেধাবী ছাত্রদের সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ আমজাদ হোসেন। ইফতার মাহফিল পরবর্তী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, মোঃ মাসুদ বজল, মোহাম্মদ আব্দুস সালাম, তারেক চৌধুরী, এডভোকেট সাইফুল ইসলাম, মোহাম্মদ ছাদুর রশিদ, মোহাম্মদ সেলিম রশিদ, প্রফেসর রেজওয়ানুল হক, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম জেলা সংগঠক মোঃ মাশফিকুর রহমান চৌধুরী ও নাসির উদ্দিন আহমদ লিটন। মতবিনিময় সভায় দেশের পরিস্থিতি এবং বাঁশখালীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের যুগ্মমুখ্য সংগঠক ইমন সৈয়দ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সন্দ্বীপ : সন্দ্বীপ প্রতিনিধি জানান, সোমবার ১৬ রমজান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক রফী উদ্দীন ফয়সালের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু–স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ ইফতার মাহফিল আবুল কাসেম হায়দার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রফী উদ্দীন ফয়সালের সভাপতিত্বে সন্দ্বীপ উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলার আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপির সদস্য ফাহাদ উদ্দীন জন, নাজিম কমিশনার প্রমুখ। ইফতার মাহফিলে বক্তারা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক এহসানুল তালুকদার রিপন সহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতি: রাঙ্গুনিয়ায় বদর দিবস উপলক্ষে ওয়ার্ড গাউছিয়া সমিতি ও যুব সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পশ্চিম পোমরা বুড়ির দোকানস্থ রাঙ্গুনিয়া শামসুল উলুম মছিহিয়া সুন্নীয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোনাজাত করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ)। রবিউল হোসেন মুন্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী, মাওলানা এস.এম আবদুল কাদের, মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা আবদুর গফুর, হাফেজ মাওলানা আজাদ হোসাইন, স্থানীয় মসজিদের খতিব ও পেশ ইমাম প্রমুখ।