বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৫৭ অপরাহ্ণ

উত্তর কাট্টলী মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয় : উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মৌসুমী দাশ। প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহেরমঞ্জু কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, প্রতিষ্ঠান প্রধান আব্দুস সাত্তার মজুমদার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অধ্যয়ন এবং সঠিক উত্তর লিখার পরামর্শ দেন।

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি এ এ মোহাম্মদ সাইফুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কবিতা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক (বাংলা) কাজী সুলতানা ইয়াসমীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ, শামীম উদ্দিন, আলাউদ্দিন আলম, এমদাদুল আজিজ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মোঃ শাহ আলম ও শামীম আরা আফরীন মুক্তি। বিদায়ী বোনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আনতারা। বিদায়ী পরীর্ক্ষীদের নিয়ে স্মৃতিচারণমূলক দশম শ্রেণির সিদরাতুল মুরসালিনা এবং জান্নাতুল মাওয়া চৌধুরী। বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইলমা নাওয়ার পিউলি এবং জাইমা মামুন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেরদৌস পারভিন। আলোচনা অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম। শিক্ষিকা সাজিয়া আফরিন কুহেলী ও আতিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ সদস্য মো. আলী ফারুক চৌধুরী, মোহাম্মদ এমরান, মো. লোকমান হাকিম, মো. জানে আলম চৌধুরী জিসান, সেবিকা মুখার্জী, শিখা রানী দেবী, মাওলানা মো. হাসেম, রহিমা কানিজ, ফারহানা হক, মো. দিদারুল ইসলাম, পুতুল রানী নাথ, রাবেয়া খানম মুক্তা, পুনম বড়ুয়া, উৎসব সেন গুপ্ত, মো. শফি উল্লাহ, মোশাররফ হোসাইন, শহীদুল ইসলাম, রুমি আক্তার, সাবিহা সাইমা, পাপিয়া নাথ, মো. এরফান, এইচ এম সাইফুল, আবু নাসের, আজিজুল হক, সাইফুল ইসলাম, শফিউল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল মাবুদ গ্রামার স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিবিইউএফটির কালার, ফ্যাশন এবং সোসাইটি বিষয়ক সেমিনার