হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ: ‘সকলের তরে সর্বত্র আমরা হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমরা’ এই স্লোগানকে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সামছুল আলম ছিদ্দীকিসহ শিক্ষকবৃন্দ। পরিশেষে অধ্যক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে মাতৃভূমি সামাজিক সংগঠন সীতাকুণ্ডে প্রায় ৫০০ হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে। ইপসার ডা. এখলাস উদ্দিন মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী।
কবি মুহাম্মদ আতাউল হাকিম আরিফের সভাপতিত্বে, মাতৃভূমির সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহ সুলতান শামীম, মোহাম্মদ ইলিয়াস, শিপলু দাশ। প্রধান অতিথি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধ ছিল মূলত রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির দাবিতে।
এ দেশের মানুষের মধ্যে শ্রেণি-বৈষম্য থাকবে না এমনটি ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধের ৫১ বছর পরেও একটি শ্রেণি হত-দরিদ্র রয়ে গেছে। অন্য একটি অংশ বিশাল প্রাচুর্যের অধিকারী, যারা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে, শ্রেণি বৈষম্যের দেয়াল তৈরি করছে, একদিন সময় আসবে তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।
তিনি মাতৃভূমির মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং যেকোনো মহতি উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন শাহ সুলতান শামীম। তিনি মহান বিজয় দিবসে এ জাতীয় মানবিক কাজ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাতকানিয়া চাঁদের হাট : জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় সাতকানিয়া পুরানগড়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁদেরহাট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ মাহাবুবুল হক সিকদার।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদের হাট চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোনিয়া, সহ-প্রচার সম্পাদক শামসুল আরেফিন, ইখতিয়ার উদ্দিন বাপ্পি, সহ-দপ্তর ও পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, জেলা সদস্য ড. সাকিল আল মামুন, চাঁদেরহাট পুরানগড় ইউনিয়ন শাখার সভাপতি বাবু দুদুল কান্তি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।