বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক 

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চুয়েট ২০০৫ ব্যাচ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০০৫ ব্যাচের শেকড়ের সন্ধানে শিরোনামে নগরীর দামপাড়াস্থ গ্রান্ড মুগল রেস্টুরেন্টে ইফতার ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামে অবস্থানকারী চুয়েট ২০০৫ ব্যাচের অর্ধশতাধিক প্রকৌশলী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সৈয়দ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সদস্য হাজী সৈয়দ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষে দেওয়ানহাট সুলতান মিয়া এতিমখানায় এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও ইফতার মাহফিল গত ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পক্ষে কোরআন শরিফ বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি আনোয়ার মাস্টার, লায়ন মো. ইব্রাহিম, রবিউল শরীফ, মো. ফরিদ, আলমগীর মাহতাব, মাসুদ শরীফ, মো. জাহাঙ্গীর, রহিমদাদ খান বাদশা, হেলাল উদ্দিন, আশরাফ উদ্দিন শাহীন, রুবেল আহমেদ বাবু, নূর মো. নাজমুল, আবু সালেহ বাপ্পি, শেখ মো. জুলফিকার বিপুল, সৈয়দ মঈনুল করিম বিপন, সৈয়দ মর্তুজা বর্ষণ, বিধান, তুরান, অয়ন, তুরাগ, রাহাত, মো. জানে আলম, শেখ তৌহিদুল আরদিন, পিনাক ভৌমিক, মো. সাকিব, মর্তুজা হৃদয়, ইমন, সাজু, মো. হানিফ, জামশেদ, শেখ কামাল, শাহেদ শরীফ, আজাদ, আরিফ, মো. রাজ্জাক, লোকমান, রাজু, আলী, রনি, জনি, কায়সার, রমজান, বিপু, রঞ্জু, সবুজ, মো. জাবেদ, শাহেদ রবিন, মো. ইয়াসিন, মিন্টু, ফরহাদ, রনি, আশিক প্রমুখ।

সরাইপাড়া: যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তাহের খানের ব্যবস্থাপনায় আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এমপি’র পক্ষে সরাইপাড়াতে ইফতার বিতরণ অনুষ্ঠান গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। আমানত উল্লাহ ডিউকের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা রফিউল হায়দার রাফি । উপস্থিত ছিলেন আবু সৈয়দ খান, জালাল হক বাচ্চু শেখ রাজিব আহমদ, কাজী সাঈদ, নেসার উল্লাহ বাবুল, নওশাদ উল্লাহ, শামিম, মইনুল, ইব্বাল, মাতাব্বর সোহাগ প্রমুখ

বহদ্দারহাট একতা ক্ষুদ্রফল ব্যবসায়ী সমিতি : পুরো রমজান মাস জুড়ে কাঁচা ইফতার সামগ্রী, নতুন ঈদের জামা, রান্না করা খাবার নিয়ে হাজারো দুস্থ অসচ্ছল নারী, শিশুসহ বিভিন্ন পেশার মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছেন যুব সংগঠক ও বহদ্দারহাট একতা ক্ষুদ্রফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ পরিচালক মোঃ সোহেল। গতকাল রমজান মাসের শেষ বদ্দারহাট চত্বরে প্রায় তিন শত মানুষের মাঝে রান্না করার খাবার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে যুব নেতা মো: হাসান, মো. তছকির মোহাম্মদ রুবেল, রিফাত, মো. শাকিল, হৃদয়, মহিউদ্দিন, বাবু, রাশেদ, সুমন, পাঁচলাইশ থানা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান, আকিল ইবনে হাবীব, ফয়েজ, নাজিম, রহিদ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদআনোয়ারা নূর ফাউন্ডেশন : টেরিবাজারস্থ ‘নূর মোহাম্মদআনোয়ারা নূর ফাউন্ডেশনে’র উদ্যোগে নগরীর বদরপাতি, টেরিবাজার, লালদীঘি ও পুরাতন রেল স্টেশন চত্বরে গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পুরাতন রেল স্টেশন রেলওয়ে পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল ইসলাম ও ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ নোমান লিটন। ফাউন্ডেশনের উদ্যোগে পুরো রমজান মাস জুড়ে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোতোয়ালী থানা ছাত্রলীগ : গত ৬ তারিখ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দরকিল্লার মোড়ে কোতোয়ালী থানা ছাত্রলীগের সহসভাপতি নাঈমুল হোসেন সানিফের ব্যাপস্থপনায় ৪০০ জন পথচারীদের মাঝে ইফতারি বিতরণ অনুষ্ঠান কোতোয়ালী থানা ছাত্রলীগের সহসভাপতি নাঈমুল হোসেন সানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিঃ সহসভাপতি মনজুর হোসেন, নগর যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, ওয়াহেদ রাসেল, এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, যইমরান হোসেন জুয়েল। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসহাক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রাম : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের উদ্যোগে গরীবও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৮ এপ্রিল আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন কর্ণফুলী শিশু পার্কের সামনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামএর আহবায়ক মো:এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন তানভীর মাজেদ, সাজেদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, রেজাউল করিম, মাসুদুল ইসলাম, রাজু আহমেদ, সাইফুল হোসেন, আমিনুল ইসলাম, আরিফ মঈনুদ্দিন প্রমুখ। এতে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ শত জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর ইফতার সামগ্রী পেল ১০ হাজার পরিবার
পরবর্তী নিবন্ধমইজ্জ্যারটেক টোলবক্সে বাসের চাকায় পিষ্ট কর্ণফুলীর বুলবুল