বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

স্বাধীন সাংস্কৃতিক একাডেমি: সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র স্বাধীন সাংস্কৃতিক একাডেমি ও স্বাধীন প্রকাশন আয়োজিত ইফতার মাহফিল গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবু তাহের মুহাম্মদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি ও সাম্যবাদের শিক্ষা দেয়। স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সংগঠক হাজী মোঃ বেলাল মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবু, কবি ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার, ধরিত্রীর জন্য ধরা সদস্য সচিব শারুদ নিজাম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, ইফতেখার মারুফ, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বোরহান উদ্দিন আজাদ, প্রখ্যাত আবৃতিকার মিশফাক রাসেল, গোলাম মহিউদ্দিন ময়ূর, লেখক আলমগীর হোসেন, মোঃ ইসমাইল হোসেন নিশান, সোহাগ খান, তুরিন, রাজীব, মোহাম্মদ হেসেন প্রমুখ।

দুবাই প্রবাসী সাংবাদিক সমিতি ইউএই : দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, বাংলাদেশকে ইতিবাচক ব্রান্ডিং এ প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান ও সহসভাপতি নাসিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি সারজার সহসভাপতি শাখাওয়াত হোসেন, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ কে আজাদ, সারজা বাংলাদেশ সমিতির সহসভাপতি মোঃ শাহাদাত হোসেন, ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী আবু হেনা চৌধুরী, মিরসরাই সমিতির সাবেক সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, প্রসাসের সাবেক সভাপতি মো: নুরুল আফসার তৈয়বী, প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: সিরাজুল হক প্রমুখ। বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, মো: শাফায়েত, ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাহবুব সরকার, ফজলুল হক, শাহেদ সরেয়ার, এইচএম শওকত আলী মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ রবিউল আলম, গোলাম সারোয়ার, সৈয়দ খোরশেদ আলম, খলিলুর রহমান প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ফাউন্ডেশন : বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত শনিবার পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের সুমাইয়া ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুশার, মহানগর যুবলীগ নেতা কাজল সেন, মহানগর যুবলীগ নেতা কায়সার আহমেদ, মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও ফখরুল ইসলাম। যুব সংগঠক সাইফুল ইসলাম জুয়েলের ব্যবস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন যুব সংগঠক মাসুদ আলম, আসাদুজ্জামান এরশাদ, আরিফ, লোকমান, আলমগীর, বরকত উল্লাহ নুর, নেজাম, শাহাজান বাদশা সাকিব, রিয়ান, জাবেদ, কাইছার, মোঃ হারুন।

২নং জালালাবাদ ওয়ার্ড : ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল কুমার দেওয়ানজীর ব্যবস্থাপনায় কুলগাঁওবটতলী অগ্রণী ব্যাংক চত্বরে গত শনিবার ইফতারের প্রাক্কালে গরীব ও অসহায় রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাদা কাজী আবদুল মালেক, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ আজম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও অনুষ্টান আয়োজক উজ্জ্বল দেওয়ানজী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নিজাম উদ্দীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান আইয়ুব হ্নদয়, কৃষি বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক শেখ আরাফাত ওসমানী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, কার্যনিবাহী সদস্য মোহাম্মদ নাছের, লিটন মুহুরী, তানসেন রায়, মাহাবুব আলম, গিয়াস উদ্দিন, সুমন শেখ, হাজী নিজাম, জুয়েল খান, এরশাদ উদ্দীন, রিফাত মোস্তফা মোহাম্মদ শরীফ প্রমুখ।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন : ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছালামত আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি আবছার হাসান চৌধুরী জসিম, মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট নাসরিন আকতার চৌধুরী, মো. সফিকুল ইসলাম, জাহাঙ্গীর মো. আউয়াল, নেহাল আজম সোহেল, তৌহিদুল ইসলাম, মো. সোহেল ও সফিউল আজম।

চট্টল সুরাঙ্গন : চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি চর্চাঙ্গণ চট্টল সুরাঙ্গনের ইফতার মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সংগীত শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আছিফের তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা গীতি কবি সংসদের সভাপতি লিয়াকত হোসেন খোকন। অর্থ সম্পাদক নাঈমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ উত্তম কুমার আচার্য। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সাব্বির ইকবাল সুমন, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান, ব্যাংক এশিয়ার সাবেক ডিএমডি রোসাঙ্গীর বাচ্চু, সাবেক কাউন্সিলর এডভোকেট ও শিল্পী রেহেনা বেগম রানু, কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্টাতা লায়ন মুজিবর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান খালেদা আকতার, শারুদ নিজাম, সাখাওয়াত হোসেন লিটন, শারদ মাজহার, মোবিনুল হক খাঁন, মোহাম্মদ মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, বিপ্লব চক্রবর্তী তুহিন, খায়রুল আনোয়ার, সেকান্দর হোসেন, প্রণব প্রসাদ দাশ, শিল্পী মুন্না ফারুক, ইকবাল পিন্টু, মিকাত জান্নাত হবে, আলী সরোয়ার টিটু, শহীদুল আলম, আহাছানুল হক বাশার প্রমুখ। অনুষ্ঠানের শেষে ছিল শারমিন আকতার লুবনার চমৎকার আবৃত্তি। সকলকে চট্টল সুরাঙ্গনের সাথে থাকার আহ্বান জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

খুলশী যুব উন্নয়ন সংস্থা : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন খুলশী কলোনী মাদররাসা মাঠে খুলশী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম। সংস্থার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দারের সভাপতিত্বে এবং যুব সংগঠক মো. পারভেজ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের যুব কর্মকর্তা মো. জাহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী আব্দুল হান্নান, ট্রাস্টের পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি সাব্বির হান্নান, ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোতালেব সরকার, সিইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, খুলশী থানা মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী সোবহান, স্থানীয় মহল্লা কমিটির সভাপতি আবদুল কাইয়ুম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজী ঈদ মোহাম্মদ মুন্না, দোকানদার মালিক সমিতির সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক ডা. হানিফ, যুব উন্নয়ন সংস্থার সভাপতি সামিউল গাইয়ুম তিয়াস, সাধারণ সম্পাদক মো. বেলাল আহমেদ, নারী নেত্রী শারমিন, সোনিয়া, সাথী, সাকিব, খালেদা, তাবাস্‌সুম, হেমায়েত হাবিব প্রমুখ। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।

স্বপ্নপূরক ব্লাড ডোনেশন : নগরীর হালিশহর হাউজিং এস্টেটস্থ সামাজিক সংগঠন স্বপ্নপূরক ব্লাড ডোনেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ এপ্রিল হালিশহর এ ব্লকে শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নপূরক ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আব্দুজ জাহের রাজু, চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান, কার্যকরী সদস্য মো. পলাশ, মো. মেহেদি, মো. সামি, মো. ফাহিম, মো. রাকিব প্রমুখ।

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচ: ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচ: খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের উদ্যোগে এক ইফতার মাহফিল গত ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। সমন্বয়কারী আরিফ হোসাইনের সমাপনি বক্তব্যে আয়োজিত অনুষ্ঠানে স্কুল জীবনের মরহুম সহপাঠী ও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অবঃ প্রবীণ শিক্ষক রাফিয়া খাতুন। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সেলিম। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আরিফ হোসাইন, দুলাল, নাসির, নাজমুল, হেদায়েত, বিমান ফারুক।

পূর্ববর্তী নিবন্ধছাত্রসেনা হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়ন শাখার কাউন্সিল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ছিলেন প্রেমাশীষ মুৎসুর্দ্দী