বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

জামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া মাদরাসা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শতকরা ৯৮.৫৭ ভাগ সাফল্য অর্জন করেছে। ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ১৪৮ জন, ‘এ’ ১৭০ জন, ‘২৩’ জন, বি ২ জন, সি ১ জন। উল্লেখ্য, জামেয়াসহ অন্যান্য মাদরাসা হতে দাখিল বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৪২০২৫ শিক্ষাবর্ষে অত্র জামেয়ায় আলিম শ্রেণিতে ভর্তি হতে পারবে।

কামালে ইশকে মুস্তফা মাদরাসা : কামালে ইশকে মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদরাসা প্রতিবছরের এ বছরও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় সাধারণ ও বিজ্ঞান বিভাগ থেকে মোট ৬৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ৬৪ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৭ জন এ + ৩৩ জন এ ১১জন, ১১ জন ই এবং ২ জন ঈ গ্রেড লাভ করেছে। ফলাফলের পাশের হার ৯২.৭৫ শতাংশ। মাদ্রাসার এ ফলাফলের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সকল কর্মকর্তা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা জানিয়েছেন।

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় : অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫২৪ জনের মধ্যে ৫১৫ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৬৩ জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৯৮.২৮।

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ৪৮ জনের মধ্যে গোল্ডেনসহ এ প্লাস পেয়েছে ২ জন, এ গ্রেড ৪২১ জন, এ মাইনাস ১৫ জন, বি গ্রেড৭জন, সি গ্রেড১জন, মোট পাশের সংখ্যা ৪৬ জন, পাশের হার ৯৭.৮৭%

কাগতিয়া মাদ্রাসা : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.. মাদ্রাসার মূল ক্যাম্পাস ও মহানগর ক্যাম্পাসের ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ১৪ জন জিপিএ ৫.০০ (+), ৫৯ জন (), ৮ জন (-) সহ শতভাগ পাস করে।

ফতেপুর মনজুরুল ইসলাম মাদ্রাসা : ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদরাসা ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফলাফলে বরাবরের মত সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের দাখিল পরীক্ষায় ৭২ শিক্ষার্থীর মধ্যে ৩জন এ+ গ্রেড, ৩১জন এ গ্রেড অর্জনসহ পরীক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এ উপলক্ষে তাৎক্ষণিক শুকরিয়া মাহফিলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এম এ আউয়াল আলকাদেরী বলেন, উত্তর চট্টলার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর হতে দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে।

পূর্ববর্তী নিবন্ধনার্সরা মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে উদ্ভাবনী আইডিয়া সৃষ্টির আহবান