বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিভিন্ন মাজার ও দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন গতকাল সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক নেতৃবৃন্দ অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের কাছে ৪ দফা দাবি সম্বলিত বক্তব্য পেশ করেন। দাবিগুলো হলোসারাদেশের আলিয়ে কেরামের মাজার শরিফ, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ করা, মাজার শরিফে হামলাকারী দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের জোরপূর্বক বের করে দেয়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, এছাড়া অন্যান্য উপাসনালয়ের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করা। সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক শাহজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতান পুরী, শাহজাদা সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, শাহজাদা সৈয়দ আবুল মোস্তফা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন দরবারের পীরজাদা ও শাহজাদাগণ বক্তব্য রাখেন। চট্টগ্রামের বিভিন্ন দরবারের ভক্ত ও অনুরাগীরা উপস্থিত হয়ে উল্লেখিত দাবিগুলো সরকারের কাছে পেশ করেন। চট্টগ্রামের যে সকল দরবার শরিফের ভক্তরা উপস্থিত ছিলেন, তন্মধ্যে স্বনামধন্য মাইজভান্ডার দরবার শরিফ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফ, সাতগাছিয়া দরবার শরিফ, আহলা দরবার শরিফ, হাফেজ নগর দরবার শরিফ, গোমদন্ডী দরবার শরিফ, সূখছড়ি দরবার শরিফ, আমির ভান্ডার দরবার শরিফ, নূরিয়া বিষু দরবার শরিফ, হাওলা পুরী দরবার শরিফ, চরণদ্বীপ দরবার শরিফ, ফরহাদাবাদ দরবার শরিফ, সৈয়দ ভান্ডার দরবার শরিফ, মনসুরাবাদ রহমানিয়া দরবার শরিফ, খায়ের ভান্ডার দরবার শরিফ, এয়াকুব ভান্ডার দরবার শরিফ, পূর্ব বড়লিয়া দরবার শরিফ, আলামিন হাশেমিয়া দরবার শরিফ, দরবারে বারিয়া বিশেষ ভাবে উল্লেখযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর সহযোগিতায় স্বাভাবিক কার্যক্রমে মহেশখালী থানা পুলিশ
পরবর্তী নিবন্ধপূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল