কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসা : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। গতকাল প্রকাশিত ফলে দেখা গেছে, ঐতিহ্যবাহী এ মাদ্রাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে শতভাগ পাশ করেছে। মাদ্রাসার এ ফলাফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত। এ সাফল্যের জন্য মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৩ ফলাফলে দেখা যায় ১৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৫৩ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাশের হার ৮৯.৯৬%। তন্মধ্যে ২৩ জন জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং ১৬৭ জন অনুত্তীর্ণ হয়েছেন। বিভাগওয়ারী ফলাফলে দেখা যায় বিজ্ঞান বিভাগে ২৬৭ জন পরীক্ষা দিয়ে ২৪৫ জন উত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে ১৭ জন জিপিএ–৫ পেয়েছে। বাকী ২২ জন অনুত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে পাশের হার ৯১.৭৬%। মানবিক বিভাগে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১২ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে একজন জিপিএ–৫ পেয়েছে, বাকী ৯২ জন অনুত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে পাসের হার ৭৭.২২%। ব্যবসায় শিক্ষায় ৮৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে তন্মধ্যে ৭৯৬ জন উত্তীর্ণ এবং ৫ জন জিপিএ–৫ পেয়েছে। বাকী ৫৩ জন অনুত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে পাসের হার ৯৩.৭৫%। উল্লেখ্য যে, তিন বিভাগ মিলে পাসের হার ৮৯.৯৬%। অপরদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম–এ পাসের হার ৭৩.৮০%।
জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শতকরা ৯৮.৮৭ ভাগ পাশের সাফল্য অর্জন করেছে। মোট ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৩ জন উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ১৫৯ জন, ‘এ’ ৩৭৬ জন, ‘এ–৬৬’ জন, বি ০৯ জন, সি ০৩ জন। অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী এ সফলতার জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে একটি সরকারী ও ৬টি বেসরকারী কলেজসহ মোট ৭টি কলেজের ২১৯৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারমধ্যে ১৩৫১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ–৫ পেয়েছে ৫৭জন। তবে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ থেকে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬জন শিক্ষার্থীর সবাই শতভাগ পাশ করেছে। এতে ২০ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। এছাড়া সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের ৪৫২জন পরীক্ষার্থীর মধ্যে ৪০২জন পাশ করেছে, জিপিএ পেয়েছে ২৬জন। সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ৬৯২জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩জন পাশ করেছে, জিপিএ পেয়েছে ৮জন শিক্ষার্থী। বিজয় স্মরণী ডিগ্রি কলেজে ৬০৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৯জন, জিপিএ পেয়েছে ২জন শিক্ষার্থী।
নানুপুর লায়লা–কবির কলেজ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফটিকছড়িস্থ নানুপুর লায়লা–কবির কলেজ বরাবরের মতোই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৬৮ জন, জিপিএ ৫ পেয়েছে ১২ জন। মানবিক বিভাগে পাস করেছে ১৫৮ জন, জিপিএ ৫ পেয়েছে ২ জন। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১ জন। মোট ৫২২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪৭ জন। পাসের হার ৬৬.৪৮%। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিজন কুমার শীল কৃতিত্বের স্বাক্ষর রাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন এবং গভর্নিং বডি, শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ফলাফল ৯৯.৩০%। জিপিএ–৫ পেয়েছেন ৪৪ জন। মহাজনহাট এফ রহমান কলেজে পাশের হার ৯৯%, জিপিএ–৫ পেয়েছে ৬৬ জন। মুুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে পাশের হার ৯৬.৫৫%। মীরসরাই ডিগ্রী কলেজে পাশের হার ৯৫.০৪%। জিপিএ–৫ পেয়েছে ১১ জন। নিজামপুর সরকারি কলেজে পাশের হার ৯২.৮৯%। জিপিএ–৫ পেয়েছে ৩০ জন। বারইয়ারহাট কলেজে পাশের হার ৭৬.৬৭%। জিপিএ–৫ পেয়েছে ৬ জন। জোরারগঞ্জ মহিলা কলেজে পাশের হার ৫৯.৩৮। এছাড়া আলীম পরীক্ষায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ও আবুতোরাব ফাজিল মাদ্রাসায় পাশের হার শতভাগ। জিপিএ–৫ লতিফীয়ায় ৬ জন, আবুতোরাবে ৯ জন।
ফটিকছড়ি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফটিকছড়িস্থ নানুপুর লায়লা– কবির কলেজ বরাবরের মতোই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ণ রেখেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৬৮ জন, জিপিএ ৫ পেয়েছে ১২ জন। মানবিক বিভাগে পাস করেছে ১৫৮ জন, জিপিএ ৫ পেয়েছে ২জন। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১ জন। মোট ৫২২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪৭ জন। পাসের হার ৬৬.৪৮%। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিজন কুমার শীল কৃতিত্বের স্বাক্ষর রাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন এবং গভর্নিং বডি, শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এমএ) মাদ্রাসা পূর্বের মত কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মোট পরীক্ষার্থী ৫৯ জনের মধ্যে গোল্ডেনসহ জিপিএ–৫ – ০১ জন, জিপিএ ৪– ৩১ জন, জিপিএ ৩.৫– ১৬ জন, জিপিএ ৩– ৬জন ও জিপিএ ২– ৬= ৬জন। মোট পাশের সংখ্যা ৫৯ জন এবং পাশের হার ১০০%। মাদরাসার অধ্যক্ষ মওলানা এস এম ফরিদ উদ্দিন মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক–অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
ফতেপুর মন্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা : হাটহাজারী উপজেলার ফতেপুর মন্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা আলিম বোর্ড পরীক্ষার ফলাফলে বরাবরের মত সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের আলিম পরীক্ষায় ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩জন এ+ গ্রেড, ১৪ জন এ, এ– গ্রেড অর্জনসহ অবশিষ্ট শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। এ উপলক্ষে তাৎক্ষণিক শুকরিয়া মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এম এ আউয়াল আলকাদেরী বলেন, উত্তর চট্টলার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর হতে দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে।