চট্টগ্রামে গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন উপজেলায় অদম্য নারী সম্মাননার আয়োজন করা হয়
রাউজান : রাউজানে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা অনুষ্ঠান পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ আহমদ, মাওলানা আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে অদম্য নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী সম্মাননা শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে ৫জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা মেহেরাফ আফরোজের সভাপতিত্বে ও পাতা দে বিষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত যে সকল নারীদের সংবর্ধনা দেয়া হয় তাঁরা হলেন সফল জননী নারী ক্যাটাগরিতে হাছিনা বানু, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে রুমা আক্তার,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কামরুন নাহার রেশমা, জীবন সংগ্রামে জয়ী নারী সালমা আক্তার ও সমাজ উন্নয়নে মেহেরুন নেছা শান্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লৎফুন্নেসা বেগম, বাবলু দাশ, ইশতিয়াক আহমেদ, মো. তাজাম্মেল হোসেন, প্রকৌশলী প্রণবেশ মহাজন, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম প্রমুখ।

কাপ্তাই : কাপ্তাই উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, শাহাদাৎ হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. নারায়ন চন্দ্র দাশ। বক্তব্য রাখেন মো. হোসেন, নুর বেগম মিতা, অদম্য নারী সন্ধ্যা রানী দাশ এবং অদম্য উদ্যোক্তা জেমিয়া ফারজানা মিতু। উপজেলা নির্বাহী অফিসার সন্ধ্যা রানী দাশের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে অসামান্য অবদান রাখায় জেমিয়া ফারজানা মিতুকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফটিকছড়ি: ফটিকছড়িতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী সংবর্ধনা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তিন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, সমবায় অফিসার শহিদ ভূইঁয়া, অদম্য নারী পুরস্কারে ভূষিত জোহরা খানম, ধর্মপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নাছিমা বেগম, শিক্ষক মো. ইউছুফ, কামরুল হায়দার, অ্যাড. মো: করিম, এস আই সুমন, আহমদ আলী, রফিকুল আলম, এনামুল হক, মো. জিপন উদ্দিন প্রমুখ।












