নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদবিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দোষীদের জরিমানা ও সর্তক করা হয়।
আনোয়ারায় ৪ দোকানিকে জরিমানা : আনোয়ারা প্রতিনিধি জানান, সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন মুদি ও সবজির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে বাজারের ৪ দোকানিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কিছু দোকানে টাঙানো মূল্য তালিকার সাথে বাস্তবে মিল পাওয়া যায়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দোহাজারীতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারীতে মূল্য তালিকা না রেখে অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, মূল্য তালিকা না রেখে অধিক দামে পণ্য বিক্রি করার দায়ে দোহাজারী পৌর সদরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালীতে সাড়ে ৫৭ হাজার টাকা জরিমানা : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন শীলকূপের টাইম বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সবজির দোকানের মালিক ও কর্মচারীদের ন্যায্যতার ভিত্তিতে মূল্য নির্ধারণ পূর্বক বিক্রির পরামর্শ প্রদান করা হয়। মূল্য তালিকা না থাকায় ৪ জন ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা এবং ডিলিং লাইসেন্সবিহীন রড, সিমেন্ট ও স্যানিটারি ব্যবসায় করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হাটহাজারীতে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবিন পৌরসভার হাটহাজারী বাজার ও কাচারী সড়কে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, মেয়াদবিহীন পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয় ও পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া উপজেলার কাচারী সড়কে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের সতর্ক করা হয়।
নাজিরহাটে ৫ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা : ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার নাজিরহাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাত করণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন প্রায় ৩০ কেজি দই, মিষ্টি ও ফিরনি জব্দ করে ধ্বংস করা হয়।