বিভিন্ন উপজেলায় ভূমি মেলা উদ্বোধন

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা ভূমি অফিস। উদ্বোধনের প্রথম দিনে ভূমি সেবা প্রার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গতকাল রোববার উপজেলা (ভূমি) অফিসের আয়োজনে মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সমাজসেবা অফিসার লুৎফুননেছা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার জামিলুর রহমান,কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা, প্রকৌশলী আলমগীর বাদশা, গণবেশ মহাজন, আছমাউল হুসনা প্রমুখ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় হাটহাজারীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়। গতকাল রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন খোরশেদ আলম শিমুল, শ্যমল নাথ, বাবলু দাস,সূমন পল্লব, বোরহান উদ্দিন। সেবাপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সামশু উদ্দীন মো.ফারুক। মেলায় সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্টল স্থাপন করা হয়েছে। উক্ত সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার রয়েছে।

পেকুয়া : পেকুয়া প্রতিনিধি জানান,‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি; এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এর পর উপজেলা ভূমি অফিসের হল রুমে এক জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ। এসময় বক্তব্য রাখেন সেবাপ্রাপ্তি প্রবাসী আবুল হাসেম,আবদুল্লাহ আনসারী, মাহমুদউল্লাহ, আবছার উদ্দিন সহ আরও অনেক। ৩ দিনব্যাপী ভূমি সপ্তাহের নানান দিক তুলে ধরেন বক্তারা। ভূমি মেলায় সেবার আওতায় রয়েছে একদিনে নামজারি সেবা, ভূমি বিষয়ক পরামর্শ, ই নামজারি আবেদন সহ উপকারভোগীরা স্বল্প সময়ে ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডা ইনকের অভিষেক
পরবর্তী নিবন্ধশিক্ষা সমাজসেবা ও রাজনীতিতে আব্দুল গাফফার চৌধুরীর অবদান অবিস্মরণীয়