চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি গতকাল রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ইমতিয়াজ হোসাইন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক ডা. খোরশেদ আলম ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মা ও শিশু হাসপাতাল পরিবারের সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষ করে করোনাকালে আপনাদের সাথে একসাথে করোনা মোকাবেলার স্মৃতি কোনোদিন ভুলার নয়। সরকারি এবং বেসরকারি পর্যায়ে মা ও শিশু হাসপাতাল বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় হাসপাতাল হিসেবে সারা দেশে সমাদৃত। তিনি বলেন, সরকার সেন্টমার্টিন দ্বীপে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন নব নিযুক্ত বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি হাসপাতালের উন্নয়নে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।