নগরীর মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে দালালসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পাসপোর্ট কর্তৃপক্ষ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মনসুরাবাদ চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ আসলাম নামের এক ব্যক্তি পাসপোর্ট আবেদনপত্র জমা দিতে কাউন্টারে আসেন। আবেদনকারীকে জিজ্ঞাসাবাদের পর আবেদনের সঠিকতার বিষয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এ সময় আবেদন জমা দিতে আসা ব্যক্তি জানান, তার নাম ফরহাদ হোসেন। তার মামা জসিম উদ্দিন আবেদনটি দিয়ে পাঠিয়েছেন। পরে তার কথিত মামা জসিম উদ্দিনকে অফিসে আসতে বলা হলে, সে জানায়–মনসুরাবাদ ওয়াপদা হাইস্কুলের গেটে অবস্থান করছে। তখন বিষয়টি ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সহায়তার অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে আবেদনকারী ফরহাদ হোসেনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা দুইজন রোহিঙ্গা আবেদনকারীকে আটক করেন। এ সময় কথিত মামা জসিম উদ্দিন কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের স্থানীয় ডবলমুরিং মডেল থানায় সোপর্দ করা হয়।