বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল ১৫ জানুয়ারী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় নোয়াখালী জেলা ১৩৬ রানে কঙবাজার জেলাকে পরাজিত করে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএস কাউন্সিলর শাহ পরান, প্রমুখ।












