বিভাগীয় ফাইনালে সানশাইন গ্রামার স্কুল

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্বের ফাইনালে উঠেছে কুমিল্লা মডার্ন হাই স্কুল এবং চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল। গতকাল গ্রুপ পর্বের ম্যাচে ফেনী আলিয়া কামিল মাদ্রাসাকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বিভাগীয় ফাইনালে উঠেছে চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল ৪৮.১ ওভারে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুনায়েদ ৭৭ বলে সর্ব্বোচ ৭৭ রান করে। ৭টি চার এবং ৩টি ছক্কা মেরেছে জুনায়েদ। এছাড়া ৪০ বলে ৯টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ইব্রাহিম। অন্যান্যের মধ্যে মিফতাহুল ৩৮, প্রিয়ম ১৪ এবং ইব্রাহিম করে ১২ রান। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার পক্ষে ৩টি উইকেট নিয়েছে মুনতাহার। ২টি করে উইকেট নিয়েছে আকিব, আবিদ এবং আবদুল্লাহ।

২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪. ৩ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় ফেনী আলিয়া কামিল মার্দ্রাসা। ফেনীর মাদ্রাসাটির পক্ষে মোনতাহার সর্বোচ্চ ২৪ রান করে। এছাড়া সাহেদুল ১০, অমিত দাশ ১৫, জসিম করে ১৪ রান। দলের বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বল হাতে চট্টগ্রামের পক্ষে মাহির ২১ রানে নিয়েছে ৪ উইকেট। এছাড়া আদিল মাত্র ৪ রানে নিয়েছে ৩ উইকেট। ইব্রাহিম ২ উইকেট নিয়েছে ৩০ রানে। আজ শনিবার সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনালে। কুমিল্লা মডার্ন হাই স্কুলের মোকাবেলা করবে চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল। উল্লেখ্য ফাইনালে অংশগ্রহণকারী দুই দলই ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান এবং রূপগঞ্জ মুখোমুখি আজ
পরবর্তী নিবন্ধভারতের আক্রমণভাগকে সামলানোর অনুশীলনে জামাল-সোহেলরা