বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী বিভাগীয় পর্যায়ে থিয়েটার গ্রাফিঙ ভিত্তিক মঞ্চ পরিকল্পনা কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলা বিভাগের ইনস্ট্রাক্টর মো. মোসলেম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা তানজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. নাসিম উদ্দিন। শুরুতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কর্মশালার মূখ্য প্রশিক্ষক জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ফারদিন । ৫দিন ব্যাপী কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সহ চট্টগ্রামের বিভিন্ন নাট্যদলের কর্মীগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পক্ষে মো. আরিফুল ইসলাম থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরণের কার্যকরী প্রশিক্ষণ আয়োজনের জন্য শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫দিন ব্যাপী কর্মশালার জ্ঞানকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের তৈরীকৃত সেট ডিজাইনের প্রেজেন্টেশন প্রজেক্টরের মাধ্যেমে প্রদর্শন করা হয়। প্রধান অতিথি কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।