বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান জে এম সেন হল প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ক,,গ বিভাগে ২শত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী উদ্বোধক ছিলেন গ্লোবাল অফিস অটোমেশনের সমন্বয়কারী তানজিলা খাঁন। শিশু শিল্পীদের আঁকা প্রায় শতাধিক চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। উক্ত চিত্র প্রদর্শনী স্থান পাওয়া চিত্রর্কম উপস্থিত দর্শকদের মাঝে বিক্রি করা হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। ঈশা দের উপস্থাপনায় ও রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধায়ক পূর্ণব্রতানন্দ মহারাজ। প্রধান আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত। আলোচক ছিলেন ডা. ওম প্রকাশ বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, আশুতোষ সরকার। বিচারক হিসেবে চিত্রশিল্পী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া।আলোচক ছিলেন অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ চৌধুরী, অধ্যক্ষ মানু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন তাপস হোড়। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বিকাশ মজুমদার ও অজিত দাশ। সার্বিক সহযোগিতায় ছিলেন বাপ্পী দাশ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৪ ব্যাচের পুনর্মিলনীর প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধঅগ্নিবীণা সংসদের অভিষেক