বিবর্ণ সাকিব স্বরূপে ফিরবেন কবে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

এক বছরের নিষেধাজ্ঞার পর প্রত্যাশা ছিল সাকিব ফিরবেন চেনা রূপে। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব বড়ই বিবর্ণ। নিজের চেনা রূপটা দেখাতে পারছেননা বিশ্ব সেরা অল রাউন্ডার। আর কবে নাগাদ নিজেকে সেরা ছন্দে ফিরে পাবেন সেটাও জানেন না সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে এরই মধ্যে ৮টি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। রবিউল ইসলাম রবির স্ট্যাম্পের ওপর করা নিরীহ দর্শন ডেলিভারি, আগে থেকেই উইকেট আর সে ৮ ইনিংসে ব্যাট করে কোনোটিতেই ১৫ রানের বেশি করতে পারেননি । দুই অঙ্কে যাওয়ার আগে থেমেছেন তিনবার। বাকি পাঁচ ইনিংসে দশের ঘর পেরুলেও আটকা পড়েছেন ১৫ রান হওয়ার আগেই। ব্যাটিং ব্যর্থতা টুর্নামেন্টের শুরু থেকেই চলে আসলেও, বোলিংটা ভালই করছিলেন সাকিব। কিন্তু গতকাল বল হাতেও হতাশাময় দিন কেটেছে তার। গতকালের ম্যাচে ঢাকার কাছে হারলেও প্লে-অফের টিকিট আগেই পেয়ে গেছে খুলনা। ফলে প্লে-অফে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে সাকিবের সামনে। তবে তিনি নিজেও জানেন না ঠিক কবে কামব্যাক করবেন নিজের চেনা রুপে।

পূর্ববর্তী নিবন্ধ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চট্টগ্রাম জেলা দল
পরবর্তী নিবন্ধইতালির বিশ্বকাপজয়ী পাওলো রসি আর নেই