বিপ্লব ও সংহতি দিবসে আজ বিএনপির কর্মসূচি

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:০৪ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ সোমবার কেন্দ্রীয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোয় এসব কর্মসূচি পালন করবে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। খবর বাংলানিউজের।

রিজভী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, উন্মুক্ত আলোচনা সভা, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা।

তিনি জানান, দিবসটি উপলক্ষে সোমবার সকাল সকাল ৬ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বেলা ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় রাসূলের (সা.) আদর্শ বাস্তবায়নে গাউছুল আজম অনুসরণীয় ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধসিআরবি নিয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে আ. লীগ : শাহাদাত